পটনা, 23 জুন: আজ সেই বহু প্রতীক্ষিত বিরোধী বৈঠক ৷ 2024 সালে লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে ৷ দিল্লির মসনদ থেকে বিজেপিকে হঠাতে বৃহস্পতিবার পটনায় 18টি দলের মেগা বৈঠক ৷ সকাল সকাল পটনায় এই বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে রওনা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ মহারাষ্ট্র থেকে পটনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন উদ্ধব ঠাকরে, এনসিপি নেতা শরদ পাওয়ার ৷ তাঁর সঙ্গে রয়েছেন সাংসদ সঞ্জয় রাউত ৷ আজকের এই বিরোধী জোটের বৈঠকের আহ্বায়ক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তথা লালু-পুত্র তেজস্বী যাদব ৷
বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার জানান, বিরোধীদের বৈঠকে মণিপুরের বর্তমান হিংসাত্মক পরিস্থিতি-সহ দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদমাধ্যমে বলেন, "আমরা সবাই বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে চাই ৷ আমাদের লক্ষ্য বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা ৷ আগামী সংসদীয় অধিবেশনের আগে কেন্দ্রের অর্ডিন্যান্স বিষয়ে আম আদমি পার্টিকে সমর্থন করা হবে কি না, তা নিয়েও সিদ্ধান্ত নেব ৷"