পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্মী নিয়োগ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে - Shyama prasad Mukherjee Port

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে এইচআর অফিসার/এগজ়িকিউটিভ পদে কর্মী নিয়োগ হতে চলেছে । আবেদনের শেষ তারিখ 4 জানুয়ারি ।

Staff Recruitment at Shyamaprasad Mukherjee Port
কর্মী নিয়োগ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে

By

Published : Dec 7, 2020, 7:01 AM IST

এইচআর অফিসার/এগজ়িকিউটিভ পদে কর্মী নিয়োগ করতে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা । প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা কলকাতা পোর্ট ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইট https://www.kolkataporttrust.gov.in-এ অনলাইনে আবেদন করতে পারবেন । 04.01.2021 পর্যন্ত প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর ।

এইচআর অফিসার/এগজ়িকিউটিভ

শূন্যপদ : 2টি

শিক্ষাগত যোগ্যতা : পার্সনাল ম্যানেজমেন্ট/ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/সোশাল ওয়ার্ক/লেবর ওয়েলফেয়ার/এইচআরএম-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা ।

অভিজ্ঞতা : ন্যূনতম দুবছর ।

বেতন কাঠামো : 30,000 থেকে 50,000 টাকা প্রতি মাসে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনের শেষ তারিখ : 04.01.2021

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details