কলকাতা, 6 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি’লিট প্রদান করল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ৷ রাজ্যের শিক্ষাক্ষেত্রে 'অসামান্য অবদানের' জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয় (St. Xavier's University Confers Honorary D'Litt) ৷ আজ সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাতে এই সম্মান তুলে দেন ৷
সাধারণ মানুষকে সম্মান উৎসর্গ মমতার: এ দিন এই সম্মান গ্রহণের পর তা সাধারণ মানুষের উদ্দেশে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি এই ডিগ্রি সাধারণ মানুষকে উৎসর্গ করছি ৷ আমি একজন সাধারণ মানুষ ৷ বরাবর তাই হতে চেয়েছি ৷ আমাকে তৈরি করেছেও সাধারণ মানুষ ৷ দেশের দুর্বল অংশকে এই সম্মান উৎসর্গ করছি ৷"
সেন্ট জেভিয়ার্সের ভূয়সী প্রশংসা: এ দিন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "মাত্র চতুর্থ সমাবর্তনেই দারুণ সাফল্য পেয়েছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ৷ আমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় একবার বলেছিলাম, এটা কি বিশ্ববিদ্যালয় হতে পারে না ? তার কয়েক মাসের মধ্যেই তাঁরা এই বিশ্ববিদ্যালয় শুরু করে দিল ৷ ক্লাস শুরু করে দিল ৷ এটা অভূতপূর্ব ৷ বিশ্ব ক্ষেত্রের থেকে কোনও অংশেই পিছিয়ে নয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি ৷"
কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী: এই সম্মান তাঁর মন ছুঁয়ে গিয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমার অভিনন্দন সব ছাত্রছাত্রীদের ৷ আমি কৃতজ্ঞ সবার কাছে ৷ আজ এই সম্মান আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে ৷ আমার কাজের জন্য অনেক অনুপ্রেরণা পেলাম ৷ ভবিষ্যতে এটা কাজে লাগবে ৷"
আরও পড়ুন:মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি’লিট সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের