কলকাতা, 9 মে : মঙ্গলবার প্রকাশিত হয়েছে ISC-র ফলাফল । গত 2 মে প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) ক্লাস টুয়েলভের ফলাফল । এখনও প্রকাশিত হয়নি পশ্চিমবঙ্গ বোর্ডের (WBBSE) ফলাফল । কিন্তু, ISC ও CBSE-র ফল প্রকাশের পরই 2019-20 শিক্ষাবর্ষের ভরতি প্রক্রিয়া শুরু করে দিয়েছে কলকাতার সেন্ট জ়েভিয়ার্স কলেজ । ISC ও CBSE বোর্ডের জন্য একটি নির্দিষ্ট কোর্সের জন্য অনলাইন আবেদনের শেষ তারিখ থেকে শুরু করে প্রবেশিকা পরীক্ষা, মেধাতালিকা সবই আলাদা প্রকাশ করবে এই কলেজ । আর পশ্চিমবঙ্গ ও অন্য বোর্ডের জন্য আলাদা প্রকাশ করবে সেন্ট জ়েভিয়ার্স কলেজ । গতকাল একথা জানান সেন্ট জ়েভিয়ার্স কলেজের প্রিন্সিপাল ডঃ ডমিনিক সাভিও । তবে, প্রতিটি বোর্ডের জন্য আলাদা সংরক্ষণ থাকায় কেউ বঞ্চিত হবে না বলেই জানিয়েছেন তিনি ।
ভরতি প্রক্রিয়া নিয়ে প্রিন্সিপাল ডমিনিক সাভিও বলেন, "আমরা জানি ISC, CBSE-র রেজ়াল্ট বেরিয়ে গেছে । সব PG কোর্সের অ্যাডমিশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে 20 মে পর্যন্ত । সব PG কোর্সের অ্যাডমিশন পরীক্ষা 25 মে হবে । 8 জুন প্রথম সিলেকশন লিস্ট প্রকাশ করা হবে । ক্লাস শুরু হবে 10 জুলাই থেকে ।" স্নাতকস্তরে ভরতি নিয়ে তিনি বলেন, "UG এবং অন্য ইন্টিগ্রেটেড কোর্সের জন্য আবেদনের শেষ তারিখ, বিশেষত B.Com মর্নিং ও ইভিনিং এবং BMS (ব্যাচেলর ইন ম্যানেজমেন্ট স্টাডিজ)-এর জন্য আবেদনের শেষ তারিখ 31 মে । ওয়েস্ট বেঙ্গল ও অন্য বোর্ডের জন্য শেষ তারিখ 7 জুন । কমার্স ও ম্যানেজমেন্ট স্টাডিজ়ের ক্ষেত্রে এবছর প্রথম তালিকা বের হবে ISC, CBSE-র । ওয়েস্ট বেঙ্গল ও অন্য বোর্ডের লিস্ট আলাদা করে বের হবে । B.Com ও BMS-এর ইন্টারভিউয়ের জন্য প্রথম তালিকা প্রকাশিত হবে 4 জুন । ওয়েস্ট বেঙ্গল ও অন্য বোর্ডের তালিকা প্রকাশ হবে 13 জুন ।" তিনি আরও বলেন, "স্নাতক ও অন্য ইন্টিগ্রেটেড কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 6 মে দুপুর 2টো থেকে । চলবে 7 জুন পর্যন্ত । তারপর জুন মাসে একে একে বিভিন্ন কোর্সের সিলেকশন লিস্ট প্রকাশ করা হবে । 1 জুলাই থেকে সব স্নাতক এবং ইন্টিগ্রেটেড কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে ।"