কলকাতা, 16 অক্টোবর : পঞ্চম দফার কাউন্সেলিংয়ের ঘোষণার সময় SSC (স্কুল সার্ভিস কমিশন) সূত্রে জানা গেছিল, এটাই শেষ দফার কাউন্সেলিং । কয়েকদিন আগেই শেষ হয়েছে সেই পঞ্চম দফার কাউন্সেলিং । তারপরই আবার বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারি শিক্ষক নিয়োগের জন্য হবে ষষ্ঠ দফার কাউন্সেলিং । সেই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন ।
শিক্ষক নিয়োগে হবে ষষ্ঠ দফার কাউন্সেলিং, বিজ্ঞপ্তিতে জানাল SSC - ssc councelling
পঞ্চম দফার কাউন্সেলিংয়েই শেষ নয়, ফের নবম-দশম ও একাদশ-দ্বাদশ এর জন্য সহকারি শিক্ষক নিয়োগে হবে কাউন্সেলিং ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশম ও একাদশ-দ্বাদশের ষষ্ঠ দফার কাউন্সেলিং হবে 19 নভেম্বর । নবম-দশম শ্রেণির সহকারি শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে সহকারি শিক্ষক নিয়োগের জন্য প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016-র ভিত্তিতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ষষ্ঠ দফার কাউন্সেলিং হবে 19 নভেম্বর । কাউন্সেলিংয়ের সময় ও শূন্যপদ সম্পর্কে বিস্তারিত তথ্য 17 নভেম্বর কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ।
একইভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারি শিক্ষক নিয়োগের জন্যও ষষ্ঠ দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যাতে বলা হয়েছে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016-র ভিত্তিতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের পঞ্চম- ষষ্ঠ দফার কাউন্সেলিং হবে 19 নভেম্বর । 17 নভেম্বর সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের সময় ও শূন্যপদ সম্পর্কিত যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে ।