পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিক্ষোভের মুখে আপার প্রাইমারি প্রার্থীদের অভিযোগ জমা নিল SSC - School Service Commission

হাইকোর্টের নির্দেশে 5 অক্টোবর আপার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC) । একইভাবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রিট পিটিশনারদের অভিযোগ 5 অক্টোবর থেকে নেওয়া শুরু করেছে কমিশন । পুজোর মধ্যেও অভিযোগ জমা নেয় কমিশন ৷ হঠাৎ বৃহস্পতিবার অভিযোগ নিতে অস্বীকার করে স্কুল সার্ভিস কমিশন ।

স্কুল সার্ভিস কমিশন

By

Published : Oct 11, 2019, 10:04 AM IST

কলকাতা, 11 অক্টোবর: হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 5 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সবদিনই আপার প্রাইমারির মেধাতালিকা সংক্রান্ত অভিযোগ জমা নেবে বলে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC) । সেই অনুযায়ী, 5 অক্টোবর থেকে স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ জমা পড়া শুরু হয় । বৃহস্পতিবার হঠাৎ অভিযোগ জমা নেওয়া হবে না বলে জানানো হয় ৷

আপার প্রাইমারি চাকরিপ্রার্থী কাজল মাঝি বলেন, " আজ আমরা 11 টা নাগাদ অভিযোগ জানাতে গেছিলাম ৷ পুজো শেষ হয়ে যাওযায় আজ অনেকে অভিযোগ জমা দিতে এসেছিল৷ আমাদের দেখে SSC আধিকারিকরা অবাক হয়ে যান । তারপরই গেট বন্ধ করে দেওয়া হয় । কাউকে আর ভিতরে ঢুকতে ঢুকতে দিচ্ছিল না । তারপরে আমরা সবাই মিলে আওয়াজ তুলি, আমাদের ভিতরে ঢুকতে দিতেই হবে । ওরা তখন আমাদের বলে শুধুমাত্র রিট পিটিশনারদের অভিযোগ জমা নেওয়া হবে । বাকি কেউ আসতে পারবে না । কিন্তু, বিজ্ঞপ্তিতে বলা আছে মেধাতালিকা প্রকাশের পর যত প্রার্থী রয়েছেন তাঁরা সবাই অভিযোগ জানাতে পারেন । তখন আমরা বিক্ষোভ দেখাতে শুরু করি । বিক্ষোভের মুখে পড়ে SSC আধিকারিকরা আমাদের অভিযোগ জমা নিতে শুরু করেন । "

কেন প্রার্থীদের অভিযোগ নেওয়া হচ্ছিল না? জানতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কেন জমা নেওয়া হবে না? জমা নেওয়ার জন্য লোক আছে । এইসব ভিত্তিহীন অভিযোগ ৷ দপ্তরে কী হয়েছে আমি বলতে পারব না, আজ আমি দপ্তরে ছিলাম না ৷ এই বিষয়ে আমি কিছুই জানি না।"

এদিকে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানাচ্ছেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র রিট পিটিশনারদের অভিযোগ এখন জমা নেওয়া হচ্ছিল । যাদের হাইকোর্টে মামলার সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁদের অভিযোগ জমা নেওয়া হচ্ছিল না । তিনি বলেন, " অভিযোগ জমা নেওয়া হয়নি একথা ঠিক নয় । আমরা যে অভিযোগগুলো জমা নিচ্ছি সেটা হাইকোর্টের নির্দেশে । এমন কিছু প্রার্থী এসেছিল, যারা হাইকোর্টের নির্দেশের আওতায় পড়ছে না । তাদের ক্ষেত্রে 16 অক্টোবর দপ্তর খুললে আসতে বলা হয়েছে । তাদের অভিযোগ আমরা তখন জমা নিয়ে নেব । "


তিনি আরও বলেন, " এখন যে অভিযোগ জমা পড়েছে সেগুলো হাইকোর্টের নির্দেশে জমা পড়ছে । সেই নির্দেশ অনুযায়ী, ওইসব প্রার্থীদের অভিযোগ নিতে অসুবিধা হচ্ছে আমাদের । কারণ, কারণ হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, অভিযোগ জানাবে রিট পিটিশনাররা । যারা এসেছিল তারা রিট পিটিশনার নয় । তবে তারাও অভিযোগ জমা দিতে পারবে ৷ এখন তাদের অভিযোগ জমা নেওয়া হয়নি এবং তাদের বলা হয়েছে 16 অক্টোবর দপ্তর খুলবে এবং 25 অক্টোবর পর্যন্ত অভিযোগ জমা নেওয়া হবে ৷ আপনারা অফিস খুললে আসুন।" ওই আধিকারিক জানাচ্ছেন, 5 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত প্রায় 225 জন রিট পিটিশনার অভিযোগ জমা দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details