কলকাতা, 27 অক্টোবর:শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় (SSC Scam) মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । দোসরা নভেম্বর তাপস মণ্ডলকে (Tapas Mondal) সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর । এছাড়াও তাপসের কাছ থেকে 654টি ডিএলএড কলেজের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে (ED summons Tapas Mondal)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, এই সব কলেজগুলির সঙ্গে যুক্ত ছিলেন তাপস মণ্ডল ৷
গোয়েন্দাদের ধারণা, তাপস মণ্ডল একাধিক তথ্য গোপন করছেন ৷ তাঁকে এর আগে দু'বার সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাপসের জবাবে একেবারেই সন্তুষ্ট নন বলে খবর । এর আগে তাপস মণ্ডলকে 654টি বেসরকারি কলেজের অফলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা । জবাবে তাপস বলেন যে, হ্যাঁ তিনি বিষয়টি জানেন । কিন্তু যখন তাপস মণ্ডলকে জিজ্ঞাসা করা হয় যে এই দুর্নীতি মামলায় যে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল এবং যাঁরা চাকরি পেয়েছেন সেই ব্যাপারে তিনি কী জানেন ? তখন তাপস তথ্য গোপন করেন বলে মনে করছেন ইডির গোয়েন্দারা ।