কলকাতা, 22 মার্চ: বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে একটি হন্ডা সিটি গাড়ি উপহার দিয়েছিলেন অয়ন শীল ৷ 18 মার্চ, শনিবার অয়নের সল্টলেকের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ সেখান থেকে উদ্ধার করা নথিপত্র খতিয়ে দেখে গোয়েন্দারা একটি গাড়ির ক্যাশমেমো পেয়েছেন ৷ এছাড়া অয়নের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা ৷ সেই অ্যাকাউন্ট ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যেই লক্ষাধিক টাকা যেত শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে, যিনি সম্পর্কে তাঁর বান্ধবী (Ayan Sil gifts Honda City to his close aide) ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় প্রোমোটার অয়ন শীলের ৷ এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইডি'র হাতে গ্রেফতার হন হুগলির তৎকালীন যুব তৃণমূল নেতা শান্তনু ৷ পরে তাঁকে ও আরেক তৃণমূল নেতা কুন্তল ঘোষকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস । অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অয়ন শীল 90টিরও বেশি পৌরসভার বরাত আদায় করে নেন ৷ পাশাপাশি আইটি কোম্পানির মালিক হয়ে ওঠেন তিনি ৷ এরপর টলিউডে টাকা বিনিয়োগ করেন । এসবের সঙ্গে ছাপাখানা সংস্থার সঙ্গেও গাঁটছাড়া বেঁধে ছিলেন শান্তনু-ঘনিষ্ঠ অয়ন ৷