পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Obeys HC Order: হাইকোর্টের নির্দেশ মেনে অযোগ্য 183 জন শিক্ষকের নাম প্রকাশ এসএসসি-র

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে অযোগ্য 183 জন শিক্ষকের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC releases list of illegally appointed teachers)৷ নামের পাশাপাশি তাঁদের রোল নম্বর, আবেদন নম্বর-সহ যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে (SSC Obeys HC Order)৷

SSC releases list of 183 illegally appointed teachers as per Calcutta High Court order
হাইকোর্টের নির্দেশ মেনে অযোগ্য 183 জন শিক্ষকের নাম প্রকাশ এসএসসি-র

By

Published : Dec 1, 2022, 8:08 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর:24 ঘণ্টার মধ্যে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 183টি বেআইনি সুপারিশের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় (SSC Obeys HC Order)। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবারই অযোগ্যদের তালিকা তুলে ধরল স্কুল সার্ভিস কমিশন (SSC releases list of illegally appointed teachers)। নিজেদের ওয়েবসাইটে এসএসসি সেই তালিকা প্রকাশ করেছে ৷ 183 জন অযোগ্য শিক্ষক যাঁরা সুপারিশের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাঁদের নাম, রোল নম্বর, আবেদন নম্বর থেকে শুরু করে কোন বিষয়ে শিক্ষকতার জন্য তাঁরা আবেদন করেছিলেন, তা-ও জানানো হয়েছে ওই তালিকায় ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তালিকা প্রকাশ করে এসএসসি । সেই তালিকা অনুযায়ী ভুয়ো সুপারিশপত্রে সবচেয়ে বেশি চাকরি পেয়েছেন ইংরেজি বিষয়ের শিক্ষকেরা । 183 জন অযোগ্য শিক্ষকদের মধ্যে 57 জনই ইংরেজির শিক্ষক বা শিক্ষিকা । এ ছাড়া 30 জন ভূগোলের, 22 জন জীবন বিজ্ঞানের, 21 জন বাংলার, অঙ্ক এবং পদার্থ বিজ্ঞানের 18 জন করে এবং ইতিহাসে 17 জন শিক্ষক-শিক্ষিকা ভুয়ো সুপারিশ পত্রে নিয়োগ পেয়েছিলেন ।

প্রসঙ্গত, নবম-দশমে কতজন অবৈধ উপায়ে সুপারিশপত্র পেয়েছিলেন, বুধবার এই প্রশ্নের জবাবে 183 জনের কথা আদালতে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন । এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনকে নির্দেশ দিয়েছিলেন, যে 183 জন অবৈধ উপায়ে সুপারিশের ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাঁদের নামের তালিকা শুক্রবারের মধ্যে প্রকাশ করতে হবে । তাঁদের মধ্যে কতজন, কোন স্কুলে কর্মরত, তাও জেলা স্কুল পরিদর্শকের কাছে জানতে চাইবে কমিশন । 3 দিনের মধ্যে স্কুল পরিদর্শকদের সেই তথ্য জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ।

আরও পড়ুন:নবম-দশমে 183 বেআইনি সুপারিশ প্রাপকের তালিকা 24 ঘণ্টার মধ্যে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

এ দিন শুনানিতে বিচারপতির মন্তব্য, "তদন্তে খুব তাড়াতাড়ি ধেড়ে ইঁদুর বেরবে ৷" এছাড়া তিনি সিবিআইকে (CBI) বলেন, "সিবিআই আমাকে জানিয়েছে যে সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছেন না । তাঁকে দিল্লি নিয়ে জেরা করা হোক । মুখ খুলতেই হবে । দুপুর 3টের সময় এসে আমাকে জানান যে সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছেন কি না !’’ এর পর তাঁর মন্তব্য, ‘‘অকল্পনীয় নির্দেশ দেব । এঁরা সরকারকে সমস্যায় ফেলছেন । কমিশনের অফিসে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে ।’’

ABOUT THE AUTHOR

...view details