কলকাতা, 6 নভেম্বর : বারবার নানা ইশুতে আদালতের দ্বারস্থ হয়েছেন SSC-র চাকরিপ্রার্থীরা ৷ কখনও মেধাতালিকা সংক্রান্ত অভিযোগ, কখনও ইন্টারভিউ সংক্রান্ত নানা ইশুতে একাধিক মামলা উঠেছে আদালতে ৷ এর জেরে বারবার নিয়োগে দেখা গেছে সমস্যা ৷ গতকাল এ প্রসঙ্গে শিক্ষা দপ্তরের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "মামলার জন্য আটকে রয়েছে SSC-র নিয়োগ ৷ SSC-তে আমাদের লক্ষ্য স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করা ৷"
মামলার জন্য আটকে SSC-র নিয়োগ : শিক্ষামন্ত্রী - ssc cases in high court
মামলার জন্যই আটকে রয়েছে SSC-র নিয়োগ ৷ গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি জানান, শিক্ষা দপ্তরের লক্ষ্য SSC-তে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করা ৷ কিন্তু নানা ইশুতে একাধিক মামলা এই নিয়োগ প্রক্রিয়ার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৷
SSC নিয়ে রাজ্যে সমস্যা ক্রমবর্ধমান ৷ প্রায়দিন নানা ইশুতে কোর্টে ছুটছেন চাকরিপ্রার্থীরা ৷ কখনও মেধা তালিকায় ত্রুটি, কাউন্সেলিং প্রক্রিয়ায় ত্রুটি, কখনও শূন্যপদ ঘোষণা না করেই ইন্টারভিউ শুরু হয়ে যাওয়া, কখনও বা চাকরি প্রার্থীদের স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কারচুপি একাধিক অভিযোগ তুলে বারবার আদালতের দারস্থ হয়েছেন SSC -র চাকরিপ্রার্থীরা ৷ বহুবার দেখা গেছে ধরনা, অনশন,বিক্ষোভ ৷ কিন্তু এর মাঝে মূল বিষয়টির কোনও উন্নতি হয়নি ৷ কয়েকবছর ধরে কোর্টে জমেছে মামলার পাহাড় ৷ আর আটকে গেছে নিয়োগ প্রক্রিয়া ৷ এখনও প্রায় 14 হাজার SSC প্রার্থীর চাকরি আটকে রয়েছে ৷ এবার সেই প্রসঙ্গেই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ৷ পার্থ চট্টোপাধ্যায় বলেন, "SSC-তে আমাদের লক্ষ্য স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করা ৷ কোর্টের নির্দেশে অনেক দিন নষ্ট হয়েছে ৷ বারবার অনেকে কোর্টে গিয়ে মামলা করে নিয়োগ আটক দিয়েছেন ৷ আমি আবেদন করছি যারা মেধা তালিকায় আছে , যাদের নিয়োগপত্র পাওয়ার সুযোগ রয়েছে, তাদের সেই সুযোগ পেতে অযথা দেরি করাবেন না ৷"
চাকরিপ্রার্থীদের সমস্যার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, "আমরা তো বলেছি কোনও অসুবিধা, অভিযোগ থাকলে জানান ৷ কিন্তু নিজেদের জন্য অন্যদের নিয়োগ আটকাবেন না ৷ প্রায় ১৪ হাজার চাকরি প্রার্থীর নিয়োগ রয়েছে ৷ সেখানে 10-15 জন কোর্টে গিয়ে অভিযোগ জানিয়ে যদি সেই পদটাকে আটকে দিচ্ছে ৷ প্রায় চার বছর হল একটি মামলা শেষ হচ্ছে তো আর একজন যাচ্ছে ৷ আমি বলব যদি আপনাদের মনে কোনও সংশয় থাকে সেটা নিয়ে SSC-র সঙ্গে আলোচনা করুন ৷ প্রয়োজনে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলুন ৷ সমাধান নিশ্চয় বেরোবে ৷ যদি তার বাস্তবতা থাকে, সত্যতা থাকে মেধা থাকে ৷"