কলকাতা, 30 মার্চ:শিক্ষক নিয়োগে দুর্নীতি (SSC Recruitment Corruption Case) মামলায় দেশের প্রধান বিচারপতির (Chief justice of India) হস্তক্ষেপ দাবি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । যে ভাবে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় তাঁর দেওয়া একের পর এক সিবিআই অনুসন্ধানের নির্দেশকে খারিজ অথবা স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ, সেই ব্যাপারে ক্ষুব্ধ বিচারপতি ।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly news) প্রশ্ন, "কাদের সুবিধা পাইয়ে দিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে ?" লিখিত ভাবে এই প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । তিনি প্রশাসনিক চিঠিতে উল্লেখ করেন, গত মাস দুয়েক ধরে নিয়োগ দুর্নীতিতে তাঁর দেওয়া চারটি সিবিআই অনুসন্ধানের মামলার নথি এবং সেগুলিতে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের নির্দেশের কথা ৷ দেশের প্রধান বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সেই চিঠি পাঠিয়েছেন তিনি ।
বিচারপতির বক্তব্য, "দেশ দেখুক, বিচার করুক বেআইনি চাকরি দেওয়া নিয়ে কী চলছে ।" একইসঙ্গে 'কথা হয়ে গিয়েছে, মামলায় স্থগিতাদেশ হয়ে যাবে' - এক আইনজীবীর এই মন্তব্যের রেকর্ডিং ভার্চুয়াল শুনানির রেকর্ড থেকে বের করার কথাও বলেছেন তিনি । লিখিত প্রশাসনিক নির্দেশে তিনি জানান, তাঁর কাছে মঙ্গলবার এক আইনজীবী এসে এই সব মামলা নিয়ে এক প্রভাবশালী রাজনীতিকের হয়ে কথা বলতে এসেছিলেন । তাঁর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে তিনি বলেছেন , "আমাকে মাফ করবেন ।"