তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে গেলেন চাকরিপ্রার্থীরা কলকাতা, 21 ডিসেম্বর: এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে গেলেন কর্মশিক্ষা-শারীরশিক্ষার বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ তাঁর বাড়ি যাওয়ার আগে বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যান তাঁরা ৷ সেই সময় কুণাল বাড়িতে ছিলেন না ৷ তাঁর সঙ্গে ফোনে কথা বলেন চাকরিপ্রার্থীরা ৷ ফোনে কুণাল চাকরিপ্রার্থীদের জানিয়েছেন, তিনি 22 ডিসেম্বর তাঁদের সঙ্গে দেখা করবেন ৷
এদিন কুণাল ঘোষের বাড়িতে যাওয়ার আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান কর্মশিক্ষা-শারীরশিক্ষার বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের বক্তব্য, "স্কুল বাছাই হয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত নিয়োগপত্র তাঁদের হাতে এসে পৌঁছয়নি ৷" আইনি জটিলতা কাটিয়ে তাঁদের দ্রুত নিযুক্ত করার দাবিতে বুধবার বিচারপতির বাড়ির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা ৷ তবে তাঁরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ করছেন না বলেও জানিয়ে দিয়েছেন স্পষ্ট ভাষায় ৷
অভিজিতের বাড়ি যাওয়া বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, "আমরা ভগবান দর্শনে এসেছি ৷ ভগবান আমাদের উদ্ধার করুন ৷" সূত্রের খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এদিন উপর থেকে নীচে নেমে এসে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের সমস্যার কথা শুনে তিনি বিক্ষোভকারীদের আইনজীবীদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ৷ আর্থিক সমস্যা দূর করতে লিগ্যাল এইড সেলে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি ৷ বিক্ষোভকারীরা জানান, তারা কারও কথা বা পরামর্শে বিচারপতির কাছে আসেননি ৷ বরং, নিজেদের ইচ্ছেয় তাঁরা বিচারপতির সঙ্গে দেখা করতে এসেছেন ৷ পাশাপাশি আগে থাকতে না-জানিয়ে আসার জন্য অনেকেই ক্ষমা প্রার্থনা করেন ৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "এতে ক্ষমা চাওয়ার কিছু নেই ৷"
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেয়েছিলেন চাকরি প্রার্থী সোমা দাস ৷ সেই প্রসঙ্গ তুলে এদিন চাকরিপ্রার্থীরা বিচারপতির কাছে আবেদন জানান ৷ সেখানে বিচারপতিকে বলতে শোনা যায়, "সোমা দাসের চাকরির ব্যবস্থা আমি করিনি ৷ মানবিক কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমা দাসের চাকরির ব্যবস্থা করেছেন ৷ আমি তাঁকে অনুরোধ করেছিলাম মাত্র ৷"
আরও পড়ুন:
- 'পাপ যারা করেছে তার প্রায়শ্চিত্ত সরকার করবে', চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে জানালেন কুণাল
- লোকসভায় হানাদারদের অনুপ্রবেশের পিছনে অন্য চিত্রনাট্য! প্রশ্ন তুললেন কুণাল
- বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, রয়েছেন কুণাল; জট খুলবে ?