কলকাতা, 19 মে : ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার বঞ্চিত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বায়ো টয়লেট বসানো নিয়ে ব্যপক ধস্তাধস্তি পুলিশের ৷ এরপরেই আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা আন্দোলনকারী ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন আরও এক আন্দোলনকারী ৷ আহতরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ( SSC recruitment scam) ৷
কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বঞ্চিত এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ৷ আজ, বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে আন্দোলনকারীদের দেখা করার কথা থাকলেও তা ব্যর্থ হয় ৷ আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ এসে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে ফেলার চেষ্টা চালায় এবং বায়ো টয়লেট বসানোয় বাধা দেয়। তারই প্রতিবাদে এক মহিলা আন্দোলনকারী গাছের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন । তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতােল নিয়ে যাওয়া হয়েছে ।