পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Ropes In Dev: প্রজাপতি অধ্যায় অতীত, শাহরুখের ব্যস্ততায় দেবকেই পর্যটনে বাংলার মুখ করলেন মমতা - পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর

দেবকে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর (Brand ambassador of Bengal tourism) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Ropes In Dev)৷ তিনি এ দিন বলেন, শাহরুখ খান ব্যস্ত, তাই দেবকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে ৷

Mamata Ropes In Dev ETV Bharat
দেব

By

Published : Mar 15, 2023, 7:19 PM IST

কলকাতা, 15 মার্চ: প্রজাপতি মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বরে ৷ তবে রাজনৈতিক টানাপোড়েনে সেই প্রজাপতি রঙ ছড়ানোর বদলে ডানা মেলেছে বিতর্কে ৷ মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করে দলের থেকে দূরত্ব বাড়ে দেবের ৷ কাট টু মার্চ 2023 ৷ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন শাহরুখ খান ব্যস্ত, তাই রাজ্যের পর্যটনের মুখ সেই দেব ৷ এই ঘোষণার মধ্যে দিয়েই তিনি স্পষ্ট করে দিলেন যে, প্রজাপতি নিয়ে কুণাল ঘোষের মতো নেতারা যতই সমালোচনায় সরব হোন, দেবের উপর আজও আগের মতোই ভরসা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Ropes In Dev)৷

বরাবরই মানুষ হিসেবে দেবকে বেশ পছন্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগেও বারবার তাঁর মুখে শোনা গিয়েছে দেবের স্তুতি ৷ তবে সাম্প্রতিক অতীতে তাঁর ফিল্ম প্রজাপতিকে ঘিরে দলের সঙ্গে একটা টানাপোড়েন শুরু হয়েছিল দেবের ৷ প্রজাপতিতে দেবের পাশাপাশি দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তী ৷ যিনি বঙ্গ বিজেপির প্রচারের অন্যতম মুখ ৷ মহাগুরুর অভিনয় নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি কুণাল ঘোষের মতো নেতারা ৷ বাংলার রাজনীতিতে তাঁর ছবিকে ঘিরে শোরগোল পড়ে গেলেও নিজের অবস্থানে অনড় থেকেছেন দেব ৷ তাঁর শিল্পীসত্ত্বাকে প্রাধান্য দিয়ে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, আগামীতেও তিনি সুযোগ পেলে মিঠুনের সঙ্গে অভিনয় করবেন ৷

প্রজাপতি কাণ্ড দেবের রাজনৈতিক প্রবাহকে কোন খাতে চালিত করে, তা নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়েছিল ৷ তবে এ দিন ফের স্পষ্ট হল যে দেব আছেন দেবেই ৷ আজও তিনি মুখ্যমন্ত্রীর স্নেহভাজন ৷ সে জন্যই বলিউডের বাদশা শাহরুখ খানের উপর রাজ্যের যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল, তা এ বার দেবের বিশ্বস্ত হাতেই সঁপে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার নবান্ন সভাঘরে শিল্প উদ্যোগপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Brand ambassador of Bengal tourism) ঘোষণা করলেন যে, রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর এ বার দেব ৷ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান নানা কাজে ব্যস্ত থাকায় দেবকে রাজ্যের পর্যটনে মুখ করা হচ্ছে বলে জানান তিনি ৷ প্রজাপতি অধ্যায় পেরিয়ে এখনও যে দেব মুখ্যমন্ত্রীর স্নেহের পাত্র, তা ফের স্পষ্ট হল এ দিন ৷

বুধবার উদ্যোগপতিদের সঙ্গে বৈঠকের শেষ লগ্নে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করা হয়েছে শাহরুখ খানকে । তবে তবে তিনি খুব ব্যস্ত মানুষ । তাই তাঁকে দিয়ে সেভাবে প্রচারের সময় পাওয়া যায় না । এ কথা বলে দেবকে পর্যটন দফতরের অ্যাম্বাস্যাডর হিসেবে দায়িত্ব গ্রহণের কথা বলেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যের পর্যটনকে রাজ্যবাসীর কাছে তুলে ধরতে প্রচারের মুখ হিসাবে তিনি দেবকেই ব্যবহার করতে চান বলে এ দিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের অফবিট ট্রাভেল ডেস্টিনেশনগুলিকে তুলে আনার দায়িত্ব এই তৃণমূল সাংসদের উপর দেন তিনি । একইসঙ্গে বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষকে রাজ্যের পর্যটনের বিভিন্ন ক্ষেত্রগুলিকে নিয়ে ছোট ছোট স্বল্প দৈর্ঘ্যের ভিডিয়ো বানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

শাহরুখ খানের পাশাপাশি তাঁকে পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করায় এ দিন প্রথমে কিছুটা লজ্জায় পড়ে যান দেব ৷ তবে পরে তিনি মুখ্যমন্ত্রীর এই আবদার গ্রহণ করেছেন ।

আরও পড়ুন:21-23 নভেম্বর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বিভিন্ন রাজ্যে প্রচারে হবে রোড শো

ABOUT THE AUTHOR

...view details