কলকাতা, 13 সেপ্টেম্বর:জোট বৈঠকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, "পদ চাই না, যে কোনও মূল্যে বিজেপিকে হারাতে হবে ।" কিন্তু শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ বাড়ছে । আর এর সবচেয়ে বড় প্রমাণ মিলল দুবাই বিমানবন্দরে ৷ মাদ্রিদ যাওয়ার পথে ব্যক্তিগত আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নই করে ফেললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, "আপনি কি বিরোধী জোটের মুখ ?" আর এর থেকেই প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেশের বাইরে তথা আন্তর্জাতিক ক্ষেত্রের রাজনীতিকদের মধ্যেও চর্চা চলছে ।
বুধবার দুবাই বিমানবন্দর হয়ে মাদ্রিদ যাওয়ার পথে আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়ে যায় দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট রণিল বিক্রমসিংঘের ৷
সেখানেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রশ্ন ছুড়ে দেন মমতাকে, "আপনি কি বিরোধী জোটের মুখ ? আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?" প্রতিবেশী দেশের প্রেসিডেন্টের থেকে এমন প্রশ্ন যে আসতে পারে, ভাবতেই পারেননি মমতা । ফলে কিছুটা অবাক হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হাসতে হাসতে বলেন "ওহ্ মাই গড ।"
তার পরই তাঁকে বলতে শোনা যায়, "সবটাই মানুষের উপর নির্ভর করছে ।" তখন বিক্রমসিংঘে বলেন, "দেখুন উনি সবটাই এড়িয়ে যাচ্ছেন ।" মুখ্যমন্ত্রী তখন বলেন, "একদমই না, আমি আপনার কথার জবাব দিয়েছি ।" এ বার মুখ্যমন্ত্রীও পালটা প্রশ্ন ছুড়ে দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দিকে ৷ "তাহলে কি আপনিও বলছেন এ বার বিরোধীরাও ক্ষমতায় আসতে পারে !"