পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Face of INDIA: এখন প্রতিবেশী রাষ্ট্রের প্রেসিডেন্টের মুখেও প্রশ্ন, মমতাই কি বিরোধী জোটের মুখ

Wickremesinghe sounds out Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়ই কি বিরোধী জোট ইন্ডিয়ার মুুখ ? স্বয়ং মুখ্যমন্ত্রীকেই সরাসরি এই প্রশ্ন করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমসিংঘে ৷

Wickremesinghe sounds out Mamata
মমতা বন্দ্যোপাধ্যায় ও রণিল বিক্রমসিংঘে

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 8:01 PM IST

Updated : Sep 13, 2023, 9:57 PM IST

মমতাই কি বিরোধী জোটের মুখ

কলকাতা, 13 সেপ্টেম্বর:জোট বৈঠকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, "পদ চাই না, যে কোনও মূল্যে বিজেপিকে হারাতে হবে ।" কিন্তু শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ বাড়ছে । আর এর সবচেয়ে বড় প্রমাণ মিলল দুবাই বিমানবন্দরে ৷ মাদ্রিদ যাওয়ার পথে ব্যক্তিগত আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নই করে ফেললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, "আপনি কি বিরোধী জোটের মুখ ?" আর এর থেকেই প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেশের বাইরে তথা আন্তর্জাতিক ক্ষেত্রের রাজনীতিকদের মধ্যেও চর্চা চলছে ।

বুধবার দুবাই বিমানবন্দর হয়ে মাদ্রিদ যাওয়ার পথে আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়ে যায় দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট রণিল বিক্রমসিংঘের ৷

সেখানেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রশ্ন ছুড়ে দেন মমতাকে, "আপনি কি বিরোধী জোটের মুখ ? আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?" প্রতিবেশী দেশের প্রেসিডেন্টের থেকে এমন প্রশ্ন যে আসতে পারে, ভাবতেই পারেননি মমতা । ফলে কিছুটা অবাক হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হাসতে হাসতে বলেন "ওহ্‌ মাই গড ।"

তার পরই তাঁকে বলতে শোনা যায়, "সবটাই মানুষের উপর নির্ভর করছে ।" তখন বিক্রমসিংঘে বলেন, "দেখুন উনি সবটাই এড়িয়ে যাচ্ছেন ।" মুখ্যমন্ত্রী তখন বলেন, "একদমই না, আমি আপনার কথার জবাব দিয়েছি ।" এ বার মুখ্যমন্ত্রীও পালটা প্রশ্ন ছুড়ে দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দিকে ৷ "তাহলে কি আপনিও বলছেন এ বার বিরোধীরাও ক্ষমতায় আসতে পারে !"

এই ছোট্ট কথোপকথন স্বল্প সময়ের হলেও জাতীয় রাজনীতিতে একে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । বিরোধী জোটের মুখ নিয়ে আলোচনা দেশের গণ্ডি ছাড়িয়ে অন্যত্র ছড়িয়ে পড়েছে তা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এই প্রশ্ন থেকেই স্পষ্ট । একইসঙ্গে বোঝা যায় যে, অন্য দেশের রাষ্ট্রপ্রধানরাও এই মুহূর্তে জানতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী জোটের মুখ হতে চলেছেন ! এর তাৎপর্যও কোনও অংশে কম নয় ।

আরও পড়ুন:মাদ্রিদে মমতা, বৃহস্পতিবার বৈঠক লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে

প্রসঙ্গত, যে দিন এই ঘটনা ঘটছে, সে দিনই মহারাষ্ট্রে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি । তাদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার বিষয়টি উত্থাপিত হয়েছে কি না জানা যায়নি । তবে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও যে ইন্ডিয়া জোটের গ্রহণযোগ্যতা বাড়ছে, তা এই প্রশ্ন থেকেই স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

(তৃণমূল কংগ্রেস সূত্রে পাওয়া একটি ভিডিয়ো থেকে প্রতিবেদনটি লেখা হয়েছে)

Last Updated : Sep 13, 2023, 9:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details