পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sri Aurobindo Ghose: 83 বছর ধরে আজও বিপ্লবীর জন্মদিনে মুখরিত হয় শ্রীঅরবিন্দ পাঠমন্দির - Sri Aurobindo Pathmandir

পণ্ডিচেরি থেকে বিপ্লবী নিজেই এই পাঠমন্দির স্থাপন করছিলেন ৷ তারপর তাঁর ছায়াসঙ্গী নলিনী গুপ্তকে নিয়ে আসেন শ্রীঅরবিন্দ পাঠমন্দিরে ৷ আজ ঋষি অরবিন্দের জন্মদিনে তাঁরই তৈরি পাঠমন্দির ঘুরে দেখল ইটিভি ভারত ৷

Etv Bharat
শ্রী অরবিন্দ পাঠমন্দির

By

Published : Aug 15, 2023, 9:07 PM IST

83 বছর ধরে আজও বিপ্লবীর জন্মদিনে মুখরিত হয় শ্রীঅরবিন্দ পাঠমন্দির

কলকাতা, 15 অগস্ট: আজ স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দের জন্মদিন । 1941 সালের 15 অগস্ট অর্থাৎ আজকের দিনেই বিকেল 4টের সময় পণ্ডিচেরির আশ্রম থেকেই তিনি ও তাঁর শিষ্যা শ্রীমা কলকাতার কলেজ স্ট্রিটে স্থাপন করেছিলেন শ্রী অরবিন্দ পাঠমন্দির । সেই সময় এই প্রতিষ্ঠানের সভাপতি হয়েছিলেন চারুচন্দ্র দত্ত । এই মন্দিরে কোনও পূজার্চনা হয় না । এর মূল উদ্দেশ্য হল সাধারণের বিশেষ করে যুব সমাজকে বিনামূল্যে পঠন পাঠন ও ধ্যান করানো ৷ আর সেই লক্ষ্যে আজও অবিচল শ্রী অরবিন্দ পাঠমন্দির । প্রথম দিন থেকে আজও একইভাবে পরিষেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান । 83 বছরেও যেন দেশ বিদেশ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে অন্যতম আকর্ষণ এটি । এই পাঠ মন্দিরে পরবর্তী সময়ে নিজেও এসেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ ৷ সঙ্গে ছিলেন তাঁর ছায়াসঙ্গী বিপ্লবী নলিনী গুপ্ত ।

আরও পড়ুন : বিপ্লবের আঁতুড়ঘর মুরারীপুকুর বোমা কারখানা নিশ্চিহ্ন, জন্মদিনে অরবিন্দ শুধুই ফলকে

কলেজ স্ট্রিটের কফি হাউজ বিল্ডিংয়ের এক ধারে গেটের উপরে সাইন বোর্ড লাগানো । সিঁড়ি দিয়ে তিনতলায় পৌঁছলে এক বিরাট ঘর জুড়ে দেখতে পাওয়া যাবে শুধুই বই আর বই । 83 বছর ধরেই এখানে প্রতি শনিবার করে বিনামূল্যে ক্লাস হয় । অরবিন্দের লেখা বা বিভিন্ন বিষয়ের উপর । বহু বিশিষ্ট শিক্ষাবিদ এই ক্লাস নেন । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসেন । বিরাট লাইব্রেরি । 83 বছর ধরে প্রতিবার ইংরেজিতে একটি করে বার্ষিক পত্রিকা বের হয় যার নাম মন্দির অ্যানুয়াল । বাংলায় প্রকাশ হয় বর্তিকা ।

এই পাঠ মন্দিরের সম্পাদক শঙ্কর দত্ত জানান, এখানে ধ্যান করানোর পাশাপাশি শ্রী অরবিন্দের বইয়ের পড়ানো হয় । ক্লাস হয় । এখানে সারা বছরের সদস্য হতে লাগে মাত্র 100 টাকা । এক সময় বইয়ের টানে এখানে এসেছেন গোবিন্দ গোপাল চক্রবর্তী ও শ্রীমৎ অনির্বাণের মতো বিশিষ্টরা ৷ এই মন্দিরে পুজো মানেই বই পড়া । প্রতি বছর তাই তাঁর জন্মদিন 15 অগস্ট এখানে অনুষ্ঠান হয় । অরবিন্দের লেখা বই পাঠ করা হয় ।

আরও পড়ুন : নেতাজি সুভাষচন্দ্র ও ঋষি অরবিন্দদের গোপন ডেরা আজ ভুতুড়ে বাড়ি

ABOUT THE AUTHOR

...view details