কলকাতা, 24 অক্টোবর : আগেই আসরে নেমেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ । পরিবেশ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই শব্দবাজি রুখতে চলছে তৎপরতা । কলকাতাসহ বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে তল্লাশি । ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর বাজি । গ্রেপ্তারও করা হয়েছে কয়েকজনকে । কিন্তু, তাতেও শব্দবাজির দাপট কতটা কমবে তা নিয়ে সন্দেহে অনেকেই । আর তাই পরিবেশ দপ্তর এবার জোর দিচ্ছে স্পট ফাইনের উপর । সিদ্ধান্ত পাকা ।
শব্দবাজি রুখতে স্পট ফাইনের দাওয়াই পরিবেশ দপ্তরের - kolkata
এবার দীপাবলিতে শব্দবাজির দাপট কতটা কমবে তা নিয়ে সন্দেহে অনেকে । শব্দবাজি নিয়ন্ত্রণে পরিবেশ দপ্তর এবার জোর দিচ্ছে স্পট ফাইনের উপর । সিদ্ধান্ত পাকা । ইতিমধ্যে আসরে নেমেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ । পরিবেশ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই শব্দবাজি রুখতে শুরু হয়েছে তৎপরতা ।
বিগত বছরগুলিতে শহরের প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে তল্লাশি চালিয়েছিল পুলিশ । আটক করা হয়েছিল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি । শহরেও রাখা হয়েছিল নজর । কিন্তু তারপরও শব্দ তাণ্ডবের অভিযোগ ওঠে । অর্থাৎ শুধুমাত্র বাজি বাজেয়াপ্ত ও গ্রেপ্তারিতেই বন্ধ করা যাবে না এই তাণ্ডব । তাই এবার হাতে থাকা আইন প্রয়োগ করতে চাইছে পরিবেশ দপ্তর । পুলিশের সাহায্য নিয়েই সেই আইন প্রয়োগ করা হবে বলে পরিবেশ দপ্তর সূত্রে খবর । নিষিদ্ধ বাজি মজুত, বিক্রি বা ব্যবহার করলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে স্পট ফাইন আদায় করবে । আইনে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা আদায়ের সংস্থান রয়েছে বলেও জানা গেছে ।
পরিবেশ দপ্তরের তরফে ইতিমধ্যেই বিভিন্ন বাজির শব্দমাত্রা মাপার জন্য প্রত্যেক থানাকে দু'টি করে আধুনিক যন্ত্র দেওয়া হয়েছে । ওই যন্ত্রগুলি নিয়ে বিভিন্ন এলাকায় টহলদারি চাালানো হবে । নিষিদ্ধ বাজি ধরা পড়লে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে । দীপাবলি সহ আসন্ন উৎসব মরুশুমে দূষণ নিয়ন্ত্রণে আজ পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র সংশ্লিষ্ট সব দপ্তরের সচিব, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন । শব্দ ও বায়ু দূষণ কমাতে নিষিদ্ধ বাজি রোখার পাশাপাশি ছটপুজোয় গঙ্গা সহ বিভিন্ন জলাশয়ে দূষণ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যপারেও বৈঠকে আলোচনা হবে বলে খবর ।