কলকাতা, 18 এপ্রিল: তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ হারিয়ে গেলেন নাকি ? সোমবার সন্ধ্যা পর্যন্ত তেমনটাই খবর পাওয়া গিয়েছে ৷ নিরুদ্দেশ তৃণমূল নেতা তথা বিজেপি বিধায়ক মুকুল রায় ৷ তাঁর সন্ধানে ছেলে শুভ্রাংশু রায় দু'টি থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়েরও করে ফেলেছেন ৷ একটি সংবাদসংস্থাকে নেতার ছেলে শুভ্রাংশু রায় জানান, সোমবার সন্ধ্যা থেকে তিনি বাবা মুকুল রায়ের কোনও হদিশ পাচ্ছেন না ৷ এদিকে রাতে কানাঘুষো শোনা যায়, মুকুল নাকি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ কিন্তু শারীরিক অসুস্থতা নিয়ে তিনি কেন দিল্লি গেলেন ? এ নিয়ে নানাবিধ জল্পনা শুরু হয়েছে ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ফের বিজেপিতে যোগ দিতেই হয়তো তাঁর রাজধানী সফর ৷ আবার তিনি চিকিৎসার কারণেও দিল্লি যেতে পারেন বলে মনে করা হচ্ছে ৷
সোমবার তৃণমূল নেতা শুভ্রাংশু বলেন, "এখনও পর্যন্ত আমি বাবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি ৷ তিনি কোথায় তা বুঝতে পারছি না ৷" মুকুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তিনি সোমবার রাতে বিমানে দিল্লি যাচ্ছেন ৷ মুকুল-ঘনিষ্ঠ সংবাদসংস্থাকে বলেন, "এখনও পর্যন্ত যা জানি, তাতে রাত 9টা নাগাদ মুকুল রায়ের দিল্লি বিমানবন্দরে নামার কথা ৷ কিন্তু তিনি ঠিক কোথায়, তা জানা যাচ্ছে না ৷"