কলকাতা, 21 এপ্রিল:রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন হলেও, তার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ৷ এতদিন জল্পনা চলছিল, মে মাসের শেষে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে ৷ কিন্তু বৃহস্পতিবার তৃণমূল তাদের নতুন কর্মসূচি ঘোষণার পর এই নির্বাচনের সময় নিয়ে আরও ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কারণ গতকাল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে দলের নতুন কর্মসূচি 'নব জোয়ার' জন সংযোগ যাত্রার ঘোষণা করেছেন ৷ 25 এপ্রিল থেকে 20 জুন, এই প্রায় 2 মাস এই কর্মসূচি চলবে ৷ ফলে এই সময়ের মধ্যে পঞ্চায়েত ভোট হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
যেহেতু আগামী টানা দু'মাস রাজ্যের শাসকদলের এই কর্মসূচি চলবে এবং পঞ্চায়েতে প্রার্থী বাছাইও এই কর্মসূচি থেকে ঠিক হতে পারে বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই মনে করা হচ্ছে আগামী 2 মাস এই ভোট নাও হতে পারে ৷ তৃণমূলের 'নব জোয়ার' কর্মসূচিতে, আগামী 2 মাস গোটা রাজ্যে ঘুরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ করবেন জেলায় জেলায় রাত্রিবাস ৷
তৃণমূল জানিয়েছে, এই কর্মসূচিতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন অভিষেক । বিশেষ করে, স্থানীয় মানুষ কাকে তাঁদের পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে দেখতে চান সেই বিষয়ে সিক্রেট ব্যলোটিং করা হবে । আর তার থেকেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে । রাজ্য নির্বাচন কমিশনের আইন অনুসারে, পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হলে প্রথমে বোর্ড গঠন করা হয় । তারপর প্রথম বোর্ড মিটিংয়ের দিন থেকে আগামী পাঁচ বছর সেই বোর্ড বা পঞ্চায়েতের মেয়াদ থাকে । আর এই আইন অনুসারে এর আগের বোর্ড গঠন হয়েছিল 2018 সালে । আর সেই বোর্ডের মেয়াদ মেয়াদ শেষ হচ্ছে আগামী 31 অগস্ট ।
আরও পড়ুন: নেতারা নন, পঞ্চায়েতে প্রার্থী ঠিক করবেন গ্রামের মানুষই: অভিষেক
আইন অনুসারে পঞ্চায়েতগুলির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই এখানে করাতে হয় পরবর্তী পঞ্চায়েত নির্বাচন । আর তৃণমূলের কর্মসূচি শেষ হবে জুনের শেষ লগ্নে ৷ সেই হিসেবে ভোট হতে পারে জুলাইয়ের শেষ দিকে ৷ সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এপ্রিল মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ । আর তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু'মাস ব্যাপী এই কর্মসূচির ঘোষণা । রাজ্য নির্বাচন কমিশনের তরফে সম্প্রতি আরও জানানো হয়েছে, এই বিষয় নবান্ন বা রাজ্য সরকারের সঙ্গে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি । তাই এখনও এই নির্বাচন প্রসঙ্গে কোনও সিদ্ধান্ত হয়নি ৷