কলকাতা, 17 জুলাই: আর কবে জাগ্রত হবে সভ্য সমাজ ? আবারও সেই প্রশ্ন তুলে দিল রবিবারের কলকাতা। আরও একবার অমানবিকতার সাক্ষী রইল তিলোত্তমা। বিশেষভাবে সক্ষম এক যুবকের পথ আটকে 'মারধর' চার যুবকের। প্রথমে রাস্তার মাঝে তাঁকে নাচতে বলা হয় বলে অভিযোগ ৷ প্রতিবাদ করলে ওই যুবককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানার অন্তর্গত চেতলা সেন্ট্রাল পার্কে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷
অভিযোগ চেতলা সেন্ট্রাল পার্কের কাছে বিশেষভাবে সক্ষম যুবক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন ৷ সেই সময় অটিজম আক্রান্ত ওই যুবকের পথ আটকে দাঁড়ায় অভিযুক্ত চারজন যুবক। পথ ছাড়ার জন্য নির্যাতিত যুবক তাদের অনুরোধ করলে প্রথমে তাঁকে কটাক্ষ করা হয়। এরপর রাস্তাতেই বিশেষভাবে সক্ষম ওই যুবককে নাচতে বলে ওই চারজন যুবক। অভিযোগ, বিশেষভাবে সক্ষম যুবক ঘটনার প্রতিবাদ করেন। পাশাপাশি পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে হুঁশিয়ারিও দেন ৷
পুলিশের কথা শুনে বেজায় চটে যায় ওই চার যুবক। প্রথমে যুবককে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপরেই তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করে চারজন। পথ চলতি মানুষ এবং এলাকার লোকজন চলে আসায় ওই চার যুবক বাইক নিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় বলে জানা গিয়েছে। পরে পুলিশে অভিযোগ দায়ের হয়।
আরও পড়ুন:বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে তৃণমূল নেতা ও গৃহবধূকে গাছে বেঁধে পেটানোর অভিযোগ