পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bullying of Autistic Youth: বিশেষভাবে সক্ষম যুবককে রাস্তায় হেনস্থা-মারধর ! লজ্জাজনক ঘটনার সাক্ষী কলকাতা - চেতলায় বিশেষভাবে সক্ষম যুবককে হেনস্থা

রবিবার বিশেষভাবে সক্ষম এক যুবককে হেনস্থার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানার অন্তর্গত চেতলা সেন্ট্রাল পার্কে । পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি ৷

Etv Bharat
বিশেষভাবে সক্ষম যুবককে রাস্তায় হেনস্থা ও মারধরের অভিযোগ

By

Published : Jul 17, 2023, 6:39 AM IST

Updated : Jul 17, 2023, 7:14 AM IST

কলকাতা, 17 জুলাই: আর কবে জাগ্রত হবে সভ্য সমাজ ? আবারও সেই প্রশ্ন তুলে দিল রবিবারের কলকাতা। আরও একবার অমানবিকতার সাক্ষী রইল তিলোত্তমা। বিশেষভাবে সক্ষম এক যুবকের পথ আটকে 'মারধর' চার যুবকের। প্রথমে রাস্তার মাঝে তাঁকে নাচতে বলা হয় বলে অভিযোগ ৷ প্রতিবাদ করলে ওই যুবককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানার অন্তর্গত চেতলা সেন্ট্রাল পার্কে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

অভিযোগ চেতলা সেন্ট্রাল পার্কের কাছে বিশেষভাবে সক্ষম যুবক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন ৷ সেই সময় অটিজম আক্রান্ত ওই যুবকের পথ আটকে দাঁড়ায় অভিযুক্ত চারজন যুবক। পথ ছাড়ার জন্য নির্যাতিত যুবক তাদের অনুরোধ করলে প্রথমে তাঁকে কটাক্ষ করা হয়। এরপর রাস্তাতেই বিশেষভাবে সক্ষম ওই যুবককে নাচতে বলে ওই চারজন যুবক। অভিযোগ, বিশেষভাবে সক্ষম যুবক ঘটনার প্রতিবাদ করেন। পাশাপাশি পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে হুঁশিয়ারিও দেন ৷

পুলিশের কথা শুনে বেজায় চটে যায় ওই চার যুবক। প্রথমে যুবককে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপরেই তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করে চারজন। পথ চলতি মানুষ এবং এলাকার লোকজন চলে আসায় ওই চার যুবক বাইক নিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় বলে জানা গিয়েছে। পরে পুলিশে অভিযোগ দায়ের হয়।


আরও পড়ুন:বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে তৃণমূল নেতা ও গৃহবধূকে গাছে বেঁধে পেটানোর অভিযোগ

এরপরেই অটিজম আক্রান্ত যুবককে এলাকার লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় এবং শরীরে একাধিক জায়গায় গভীর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ পুরো ঘটনাটি বাড়িতে জানানোর পর অভিযুক্ত চার যুবকের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে ৷

তবে এই অভিযোগ গ্রহণের পর শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় যুক্ত থাকা সন্দেহে কাউকে পুলিশ আটক বা জিজ্ঞাসাবাদ করতে পারেনি। কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

অন্যদিকে, এই ঘটনায় লালবাজারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ টালিগঞ্জ থানা সূত্রের খবর যেখানে ঘটনাটি ঘটেছে সেই এলাকার বিভিন্ন দোকানে এবং রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিত বিশেষভাবে সক্ষম যুবক চেতলার বাসিন্দা ৷ ছোট থেকেই তিনি অটিজম রোগের শিকার। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, গত এক মাস যাবত ওই এলাকায় বেশ কয়েক দল যুবক, নির্যাতিত যুবককে মাঝেমধ্যেই পথ আটকে হেনস্থা করত ৷ অভিযোগ, তাঁর রোগ নিয়ে ঠাট্টা ইয়ার্কি করত। এরপরই ঘটল এই অমানবিক ঘটনা ৷

Last Updated : Jul 17, 2023, 7:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details