কলকাতা, 6 ফেব্রুয়ারি: কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) গিল্ডের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন বিশেষভাবে সক্ষমরা ৷ অভিযোগ তাঁদের জন্য কোনওরকম পরিকাঠামো তৈরি করা হয়নি বইমেলায় (Specially Abled People Protest at Guild Office Due to Lack of Infrastructure) ৷ তা সে বইয়ের দোকানে প্রবেশের ক্ষেত্রে হোক বা বইমেলা প্রাঙ্গণের শৌচালয় ৷ সর্বত্র তাঁদের অবহেলা করা হয় বলে অভিযোগ ৷ প্রতিবছরই বিশেষভাবে সক্ষমদের সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ উঠেছে ৷ রবিবার প্রতিবাদে গিল্ডের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ দেখাল হুইল চেয়ার ইউজার্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল ৷ পুরো বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গিল্ডের চেয়ারম্যান ত্রিদিব চট্টোপাধ্যায় ৷
প্রতিবছর কলকাতা বইমেলায় লক্ষ লক্ষ মানুষ যান ৷ বইপ্রেমীদের পাশাপাশি কেউ কেউ বইমেলার পরিবেশ উপভোগ করতে যান ৷ আরও কিছু মানুষ বইমেলায় যান, যাঁদের আমরা 'বিশেষভাবে সক্ষম' বা 'প্রতিবন্ধী' বলে থাকি ৷ তাঁদেরও বইয়ের প্রতি ভালোবাসাটা আর 10 জনের থেকে বেশি বৈ কম না ৷ কিন্তু অভিযোগ, প্রতিবছর বিশেষভাবে সক্ষমদের বইমেলা প্রাঙ্গণে অবহেলার শিকার হতে হয়, বিশেষত বইয়ের স্টলগুলিতে ৷ সেখানে তাঁদের প্রবেশের যাতে সুবিধা হয় এমন কোনও ব্যবস্থা রাখা হয় না ৷ বিশেষ করে যাঁরা হুইল চেয়ারে বইমেলায় আসেন ৷
কোনও পছন্দের বই কিনতে হলে বা কোনও প্রকাশনা সংস্থার দোকানে গিয়ে বই দেখতে হলে অন্যের উপর নির্ভরশীল হতে হয় অধিকাংশ সময় ৷ এমনকী বইমেলা প্রাঙ্গণে থাকা শৌচালয় ব্যবহারের ক্ষেত্রেও একই অবহেলার শিকার তাঁরা ৷ অভিযোগ, বইমেলার পরিকাঠামো তৈরির সময় তাঁদের কথা কেউ মাথায় রাখে না ৷ বছরের পর বছর এই অবহেলার শিকার বিশেষভাবে সক্ষম এই মানুষগুলি এবার প্রতিবাদ জানালেন ৷ রবিবার বইমেলায় গিল্ডের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন হুইল চেয়ার ইউজার্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলে সদস্যরা ৷ অফিসের গেট আটকে অবস্থান-বিক্ষোভে সামিল হন তাঁরা ৷