কলকাতা, 5 অগস্ট: বেহালা পথ দুর্ঘটনার পরে এবার তৎপর কলকাতা কর্পোরেশন। বেআইনি হকারদের লাগাম দিতে এবার কর্পোরেশন, পুলিশ যৌথভাবে গঠন করছে বিশেষ নজরদারি সেল। গতকাল, শুক্রবার সকালে দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারকে পিষে দেয় লরি। তারপরেই রণক্ষেত্রের চেহারা নেয় বেহালার বরিশা এলাকা। এরপরেই পুলিশের বিরুদ্ধে যেমন অভিযোগ ওঠে তেমনই বেআইনি হকারদের ফুটপাথ দখল ও বেআইনি পার্কিং নিয়েও অভিযোগ ওঠে। এরপরেই তৎপর হলেন কলকাতা কর্পোরেশন মেয়র ফিরহাদ হাকিম।
শনিবার কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনে নিউ মার্কেট থানা ও তালতলা থানার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মেয়র। জানা গিয়েছে, ধর্মতলার সমস্ত সিগন্যাল গুলোর আশপাশে যত ফুটপাথ আছে সেখানে আইন অনুসারে 50 ফুটের মধ্যে বসে থাকা হকারদের তুলে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে পুলিশকে। পাশাপশি পিচ রাস্তার উপরে যারা হকারি করছে তাদের তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র থাকাকালীনই কলকাতা কর্পোরেশনের বাম বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল কলকাতার গুরুত্বপূর্ণ 58টি সিগন্যালের 50 ফুটের মধ্যে কোনও হকারকে বসতে দেওয়া হবে না।
আরও পড়ুন:বেহালা-কাণ্ডে পুলিশের উপরই কার্যত দায় চাপালেন মেয়র ফিরহাদ হাকিম