পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chhath Puja 2023: বেনজির চাহিদা, ভোগান্তি রুখতে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল - যাত্রীভোগান্তিতে স্পেশাল ট্রেন চলবে পূর্ব রেলে

Special Train Service in Chhath Puja: ছটপুজোকে কেন্দ্র করে অনেক আগে থেকেই পূর্ব রেলে টিকিট বুকিং চলছে। টিকিটের চাহিদা এতই বেশি যে অনেক ক্ষেত্রে যাত্রীদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। দুর্গাপুজোতেও এই একই অবস্থা দেখা গিয়েছিল ৷ তাই ছটপুজোতে স্পেশাল ট্রেন চালানো হবে বলে মঙ্গলবার জানিয়েছে পূর্ব রেল।

যাত্রীভোগান্তিতে স্পেশাল ট্রেন চলবে পূর্ব রেলে
Chhath Puja 2023

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 6:58 AM IST

Updated : Nov 8, 2023, 9:10 AM IST

কলকাতা, 8 নভেম্বর: দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো শেষ হতে না-হতেই দেশের অন্যতম বড় উৎসব ছটপুজোর তোড়জোড় শুরু হয়েছে । মূলত বিহার-সহ উত্তর ভারতে সাড়ম্বরে পালিত হয় ছট। তাই উত্তর ভারতগামী ট্রেনের টিকিটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই ক'দিনে। এখনও চলছে টিকিট বুকিং। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এইবছর উত্তর ভারতগামী এক্সপ্রেস ট্রেনগুলিতে অভূতপূর্বভাবে বেড়েছে টিকিটের চাহিদা।

  • 14 নভেম্বর 13185 গঙ্গাসাগর এক্সপ্রেসের ক্ষেত্রে স্লিপার ক্লাসে একাধিক টিকিট এখনও ওয়েটিং লিস্টে রয়েছে। আবার 15 নভেম্বর স্লিপার ক্লাসে যেমন একাধিক টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে তেমনই বহু যাত্রী যারা এই টিকিট কেটেছিলেন তাঁদের রিগ্রেট পাঠানো হয়েছে।
  • এছাড়াও 13019 বাঘ এক্সপ্রেসের ক্ষেত্রেও 14, 15 ও 16 নভেম্বর একাধিক টিকিট এখনও ওয়েটিংয়ে রয়েছে।
  • 15047 পূর্বাঞ্চল এক্সপ্রেস 14 ও 16 নভেম্বর বহু টিকিট ওয়েটিংয়ে রয়েছে।
  • 13155 মিথিলাঞ্চল এক্সপ্রেসেও 16 নভেম্বর বহু টিকিট ওয়েটিং এর তালিকায় রয়েছে।
  • 13105 শিয়ালদা-বালিয়া এক্সপ্রেসের ক্ষেত্রে চিত্র আরও করুণ ৷ এই ট্রেনটিতে ওয়েক্তিং লিস্টের পাশাপাশি বহু যাত্রীকে টিকিট দেওয়া যায়নি। এই ট্রেনের সেকেন্ড এসি (2A), থার্ড এসি (3A) ও স্লিপার ক্লাসের অভূতপূর্ব চাহিদা রয়েছে।

তবে যারা টিকিট পাননি এবং অভূতপূর্ব চাহিদার কথা মাথায় রেখে পূর্ব রেল একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। হাওড়া, আসানসোল, মালদা এবং ভাগলপুর থেকে চালানো হবে সেই বিশেষ ট্রেন। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলেও ছটপুজোর জন্য টিকিটের চাহিদা রয়েছে। তাই দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক নজরে দেখে নিন সেই বিশেষ ট্রেনের তালিকা:

  • 08626 রাঁচি-লাহরিয়াসরাই ছটপুজো স্পেশাল- এই ট্রেনটি 9 ও 16 নভেম্বর রাত 11টার সময় রাঁচি থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন দুপুর 01.25 মিনিটে লাহেরিয়াসরাই পৌঁছবে ৷
  • ফেরার পথে, 08625 লাহেরিয়াসরাই-রাঁচি ছটপুজো স্পেশাল- লাহেরিয়াসরাই থেকে 10 ও 17 নভেম্বর দুপুর 03.30 মিনিটে ছাড়বে। ট্রেনটি পরের দিন ভোর 03.40-এ রাঁচি পৌঁছবে। বিশেষ ট্রেনটি মুরি, বোকারো স্টিল সিটি, চন্দ্রপুরা, ধানবাদ, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঝা, কিউল, বারাউনি এবং সমস্তিপুরে থামবে।
  • 08025 হাতিয়া-গোরখপুর ছটপুজো স্পেশাল-এই ট্রেনটি 10 ও 17 নভেম্বর রাত 11.45 মিনিটে হাতিয়া থেকে ছাড়বে। পরের দিন বিকেল 05.20 মিনিটে গোরখপুর পৌঁছবে ৷
  • ফেরার পথে, 08026 গোরখপুর-হাতিয়া ছটপুজো স্পেশাল- 11 ও 18 নভেম্বর গোরখপুর থেকে সন্ধে 07.30 মিনিটে ছাড়বে। পরের দিন বেলা 11.50-এ হাতিয়া পৌঁছবে ৷ যাত্রাপথে রাঁচি, মুরি, বারকাকানা, লাতেহার, ডাল্টনগঞ্জ, গাড়োয়া রোড, ডেহরি অন সোনে, সাসারাম, ভাবুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, বারাণসী, মৌ, বেন্থরা রোড স্টেশনে থামবে।

আরও পড়ুন:কালী ও ছটপুজোর প্রস্তুতি বৈঠক কলকাতা পৌরনিগমে, একাধিক সিদ্ধান্তের কথা জানালেন ফিরহাদ

Last Updated : Nov 8, 2023, 9:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details