কলকাতা, 8 নভেম্বর: দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো শেষ হতে না-হতেই দেশের অন্যতম বড় উৎসব ছটপুজোর তোড়জোড় শুরু হয়েছে । মূলত বিহার-সহ উত্তর ভারতে সাড়ম্বরে পালিত হয় ছট। তাই উত্তর ভারতগামী ট্রেনের টিকিটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই ক'দিনে। এখনও চলছে টিকিট বুকিং। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এইবছর উত্তর ভারতগামী এক্সপ্রেস ট্রেনগুলিতে অভূতপূর্বভাবে বেড়েছে টিকিটের চাহিদা।
- 14 নভেম্বর 13185 গঙ্গাসাগর এক্সপ্রেসের ক্ষেত্রে স্লিপার ক্লাসে একাধিক টিকিট এখনও ওয়েটিং লিস্টে রয়েছে। আবার 15 নভেম্বর স্লিপার ক্লাসে যেমন একাধিক টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে তেমনই বহু যাত্রী যারা এই টিকিট কেটেছিলেন তাঁদের রিগ্রেট পাঠানো হয়েছে।
- এছাড়াও 13019 বাঘ এক্সপ্রেসের ক্ষেত্রেও 14, 15 ও 16 নভেম্বর একাধিক টিকিট এখনও ওয়েটিংয়ে রয়েছে।
- 15047 পূর্বাঞ্চল এক্সপ্রেস 14 ও 16 নভেম্বর বহু টিকিট ওয়েটিংয়ে রয়েছে।
- 13155 মিথিলাঞ্চল এক্সপ্রেসেও 16 নভেম্বর বহু টিকিট ওয়েটিং এর তালিকায় রয়েছে।
- 13105 শিয়ালদা-বালিয়া এক্সপ্রেসের ক্ষেত্রে চিত্র আরও করুণ ৷ এই ট্রেনটিতে ওয়েক্তিং লিস্টের পাশাপাশি বহু যাত্রীকে টিকিট দেওয়া যায়নি। এই ট্রেনের সেকেন্ড এসি (2A), থার্ড এসি (3A) ও স্লিপার ক্লাসের অভূতপূর্ব চাহিদা রয়েছে।
তবে যারা টিকিট পাননি এবং অভূতপূর্ব চাহিদার কথা মাথায় রেখে পূর্ব রেল একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। হাওড়া, আসানসোল, মালদা এবং ভাগলপুর থেকে চালানো হবে সেই বিশেষ ট্রেন। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলেও ছটপুজোর জন্য টিকিটের চাহিদা রয়েছে। তাই দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।