পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SUMMER SPECIAL TRAINS : গরমের ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে যেতে দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ ট্রেন - Special train of South Eastern Railway

যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেল চালাবে বিশেষ ট্রেন (Special train of South Eastern Railway) । সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে 8 জোড়া স্পেশাল ট্রেন । আজ অর্থাৎ 10 জুন থেকে 30 জুলাই পর্যন্ত চালবে এই বিশেষ পরিষেবা ।

SUMMER SPECIAL TRAINS
দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ ট্রেন

By

Published : Jun 10, 2022, 7:59 AM IST

কলকাতা, 10 জুন : বঙ্গে এখনও গরমের বেশ ভালই দাপট। তাই এই হাঁসফাঁস করা গরম থেকে কিছুটা নিস্তার পেতে অনেকেই বেরিয়ে পড়ছেন ইতিউতি । গরম এড়াতে অনেকেই যাচ্ছেন পাহাড়ে । ঠান্ডা পরিবেশে কিছুটা তরতাজা হয়ে নিতে । তাই পাহাড় বললেই একেবারে দোরগোড়ায় দার্জিলিং-সহ ওই অঞ্চলের পাহাড়ি এলাকা ৷ বাঙালিদের ভিড় বরাবরই অনেক বেশি এইসব জায়গায় । এমনিতেই করোনার জেরে গৃহবন্দি অবস্থা ছিল সবার । বর্তমানে করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক । তাই ভ্রমণপিপাসু বাঙালি কাছে-পিঠে সমুদ্র বা পাহাড়ে বেরিয়ে পড়ছে ৷ তাই এবার যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং ট্রেনে ভিড় কম করতে দক্ষিণ-পূর্ব রেল চালাবে বিশেষ ট্রেন (Special train of South Eastern Railway)। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চালানো হবে 8 জোড়া স্পেশাল ট্রেন । আজ অর্থাৎ 10 জুন থেকে 30 জুলাই পর্যন্ত চালানো হবে এই বিশেষ পরিষেবাগুলি ।

আরও পড়ুন :Bandel Rail Station : ব্যান্ডেলে ফের মাসখানেক ধরে বিঘ্নিত হবে ট্রেন চলাচল

08047 সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল সপ্তাহের প্রতি শুক্রবার ট্রেনটি চলবে । প্রতি শুক্রবার সাঁতরাগাছি থেকে সন্ধ্যা 6 টার সময় ট্রেনটি ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ভোর 5:15 মিনিটে ।

08048 নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি সামার স্পেশাল । ট্রেনটি প্রতি সপ্তাহের শনিবার ছাড়বে । ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে বেলা 12.15 মিনিটে ছাড়বে এবং সাঁতরাগাছি পৌঁছবে ওই দিন 11.45 মিনিটে ।

এই আট জোড়া ট্রেনেই থাকছে একটি এসি 2 টায়ার, 3টি এসি থ্রি টায়ার, 12টি স্লিপার ক্লাস ও তিনটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচের ব্যবস্থা । যাতায়াতের পথে ট্রেনগুলি যেসব স্টেশনে থামবে সেগুলি হল ডানকুনি, রামপুরহাট, বর্ধমান, মালদা টাউন, বারসই, কিষান্গঞ্জ এবং আলুয়াবাড়ি রোড ।

ABOUT THE AUTHOR

...view details