কলকাতা, ৮ ফেব্রুয়ারি : কলকাতায় পৌঁছাল CBI-র বিশেষ দল। আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর CGO কমপ্লেক্সে আসেন ওই টিমের সদস্যরা। আগামীকাল মেঘালয়ের শিলংয়ে চিটফান্ড তদন্ত নিয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করবে CBI। সেজন্য দিল্লি থেকে CBI-র বিশেষ দল আজ কলকাতায় পৌঁছেছে।
কলকাতায় CBI-র বিশেষ দল - চিটফান্ড তদন্ত
আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর CGO কমপ্লেক্সে আসেন CBI-র বিশেষ দলের সদস্যরা।
CBI-র বিশেষ দল
বিস্তারিত আসছে...