কলকাতা, 25 অক্টোবর:দুর্গাপুজোকে ইউনেসকো আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি প্রদানকে সামনে রেখে প্রকাশিত হল বিশেষ স্মারক কয়েন ৷ কলকাতার টাকশাল বা মিন্টের তরফে এই স্মারক কয়েন প্রকাশ করা হয় ৷ 2021 সালের ডিসেম্বর মাসে বাংলার দুর্গাপুজোকে ইনট্যানজিবেল হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো । গত বছর দুর্গাপুজার সময় এই স্বীকৃতি প্রাপ্তির বিষয়টিকে সামনে রেখে উদযাপনও করেছে রাজ্য সরকার । রেড রোডে ঘটা করে ইউনেসকোর প্রতিনিধিদের সংবর্ধনাও দেয় রাজ্য সরকার। এবারও ঘটা করে তারই উদযাপন চলছে ।
এবার, দুর্গাপুজোকে ইউনেসকোর এই স্বীকৃতিকে স্মরণীয় করে রাখতে একটি স্মারক কয়েন বাজারে এনেছে কলকাতা মিন্ট। ষষ্ঠীর দু'দিন আগে এই কয়েন প্রকাশ করা হয় কলকাতার মিন্টের তরফ থেকে । এই বিশেষ কয়েনের মাধ্যমে দুর্গা পুজোকে ইউনেসকোর স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে তুলে ধরা হয়েছে । যেকোনও সাধারণ মানুষ চাইলেই এই কয়েনটি কিনতে পারেন এবং স্মারক হিসাবে নিজেদের সংগ্রহেও তা রাখতে পারেন । এর জন্য তাঁদের খরচ করতে হবে 1 হাজার 235 টাকা ৷