পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে আসছেন স্পেশাল পুলিশ অবজ়ার্ভার, দেখবেন কেন্দ্রীয় বাহিনীর কাজ - ec

রাজ্যে এসেছে ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও। কিন্তু, রাজ্যে আসার পর থেকেই বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে একাধিক রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে তাদের উপর নজরদারি চালাতে রাজ্যে আসছেন স্পেশাল পুলিশ অবজ়ার্ভার।

ছবি-কেন্দ্রীয় নির্বাচন কমিশন

By

Published : Mar 27, 2019, 2:44 AM IST

Updated : Mar 27, 2019, 2:52 AM IST

কলকাতা, ২৭ মার্চ : রাজ্যে আসছেন স্পেশাল পুলিশ অবজ়ার্ভার কে কে শর্মা। তিনি BSF-এর প্রাক্তন DG। তিনিই রাজ্যে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর কাজকর্ম দেখবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই।

রাজ্যে ইতিমধ্যেই এসে গেছে ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে রুট মার্চ। তারপরেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে। রাজ্যের শাসক দলের পাশাপাশি বিরোধীদের তরফেও অভিযোগ করা হয়েছে। বিরোধীদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার হচ্ছে না। শাসক দলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে।

গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে CPI(M) নেতা রবীন দেব অভিযোগ করেন, মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাবের বদলে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি দেখছে রাজ্য পুলিশ। সেই অভিযোগ জমা পড়েছে দিল্লিতে কমিশনের অফিসেও।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ ছিল, অতি সক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সেই অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর ইতিমধ্যে উত্তর কলকাতার জেলা ইলেকশন অফিসারের কাছে রিপোর্ট তলব করেছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সবদিক বিচার করে রাজ্যের জন্য বিশেষ পুলিশ অবজ়ার্ভার পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিও তিনি দেখবেন।

Last Updated : Mar 27, 2019, 2:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details