কলকাতা, 10 নভেম্বর: শেষ হয়েছে দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো । আগামী 12 নভেম্বর অর্থাৎ রবিবার কালীপুজো । তাই কালীপুজো উপলক্ষে চালানো হবে বিশেষ মেট্রো । আজ এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে ।
কালীপুজোর দিন ভোর থেকেই ভক্তদের ঢল শুরু হয় কালীঘাট থেকে শুরু করে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত । লক্ষ লক্ষ মানুষ মায়ের আরাধনার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় করেন । তাই ব্লু লাইনে কালীঘাট এবং দক্ষিণেশ্বর স্টেশনে যাত্রী ভিড় উপচে পড়ার সম্ভাবনা রয়েছে । তাই যাত্রীদের সুবিধার্থে ওই দিন কলকাতা মেট্রোর পক্ষ থেকে নর্থ সাউথ করিডোরে আপ ও ডাউন রুটে দু'টি বিশেষ মেট্রো চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আপ লাইনে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে একটি মেট্রো ছাড়বে। এই মেট্রোটি ঠিক রাত 10টার সময় ছাড়বে। মেট্রোটি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছবে ঠিক রাত 11.03 মিনিটে । অন্যদিকে ডাউন লাইনে দক্ষিণেশ্বর স্টেশন থেকে আরেকটি মেট্রো ছাড়বে ঠিক রাত 10টার সময় । এই ট্রেনটি কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে ঠিক রাত 11.01 মিনিটে । পাশাপাশি ওই দিন অর্থাৎ 12 নভেম্বর কালীপুজো উপলক্ষ্যে সারাদিনে চালানো হবে 132টি মেট্রো । মোট সংখ্যার মধ্যে 66টি আপ মেট্রো ও 66 ডাউন মেট্রো থাকছে । ওইদিন পরিষেবা শুরু হবে সকাল 9টায় । চলবে রাত 11.03 মিনিট পর্যন্ত ।