কলকাতা, 19 মে: শনিবার আইপিএল মরশুমে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ 20 মে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস । পাশাপাশি শনিবারের ক্রিকেট খেলায় দেখা যাবে ফুটবলের ছোঁয়াও। শুক্রবার খেলার এই উন্মাদনাকে মাথায় রেখেই মাঝরাতে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷
শনিবারের টি-20 খেলা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলাদা উন্মাদনা রয়েছে। একদিকে কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা হল লখনউ সুপার জায়ান্টস । অন্য দিকে আবার সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সুপার জায়ান্টসের অন্যতম প্রধান ডিরেক্টর । তাই শনিবারের ক্রিকেট খেলায় দেখা যাবে ফুটবলের ছোঁয়াও । লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটাররা মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামবেন । তাই স্বাভাবিকভাবেই ক্রিকেট ও বাঙালির ফুটবলের আবেগ যে একেবারে মিশে যাবে তা বলাই বাহুল্য ।
ফলত বিশেষ এই দিনের সাক্ষী থাকতে মাঠে যে তিলধারণের জায়গা হবে না তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছে ৷ ভিড়ের বিষয়টিকে মাথায় রেখেই মেট্রো রেলের তরফ থেকে নেওয়া হয়েছে অতিরিক্ত উদ্যোগ ৷ ইডেনের মাঠ থেকে মাঝরাতে যাতে বাড়ি ফিরতে অসুবিধা না হয়, তার জন্য দেওয়া হবে বিশেষ মেট্রো পরিষেবা । শুক্রবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল ।