কলকাতা, 30 অক্টোবর: আগামিকাল ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান। ইডেনে বিশ্বকাপের খেলা শুরু দুপুর 2টো ৷ শেষ হতে হতে রাত হয়ে যাবে ৷ তাই দর্শকদের মাঠ থেকে বাড়ি ফেরার জন্য সোমবার বিশেষ মেট্রো পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে ৷
যাঁরা ম্যাচ দেখে রাতে বাড়ি ফিরবেন, তাঁদের যাতে সমস্যায় পড়তে না হয় তাই খেলার দিনগুলিতে নর্থ সাউথ মেট্রো করিডোর বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এক জোড়া বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। এদিন এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
আগামীকাল ব্লু লাইনে চলবে এক জোড়া বিশেষ মেট্রো। আপ ও ডাউন রুটে মেট্রো ছাড়বে ঠিক রাত 10.45 মিনিটে। পরিষেবা দেবে এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত। রাত 10.45 এসপ্ল্যানেড থেকে মেট্রো ছেড়ে দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছবে রাত 11.18 মিনিটে। অন্য দিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ঠিক রাত 10.45 মিনিটে ছেড়ে কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে রাত 11.18 মিনিটে। ফলে সাধারণ যাত্রীদের মেট্রো পরিষেবার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলে জানানো হয়েছে ৷
2023 বিশ্বকাপকে স্বাগত জানাতে সেজে উঠেছে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে খেলা হতে চলেছে তা নিয়ে একদিকে যেমন নিরাপত্তা তুঙ্গে তেমনই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনাও রয়েছে টানটান। খেলা দেখতে মাঠে উপচে পড়া ভিড় হতে পরে। মনে করা হচ্ছে, ভারতের খেলা না থাকলেও বিশ্বকাপের এই ম্যাচ দেখতে বহু ক্রিকেটপ্রেমীদের সমাগম হবে ইডেনের মাঠে।
আরও পড়ুন: দিল্লি-মুম্বইকে টেক্কা দিয়ে 500 কোটি টাকা কেন্দ্রীয় অনুদান পাচ্ছে কলকাতা পৌরনিগম