পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Special Metro Service: ইডেনে বিশ্বকাপ দেখে বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা নেই, থাকছে বিশেষ মেট্রোর ব্যবস্থা - বিশেষ মেট্রো

বিশ্বকাপ দেখে বাড়ি ফেরা নিয়ে আর ঝক্কি পোহাতে হবে না ৷ খেলা শেষে মাঠ থেকে বাড়ি ফেরার জন্য থাকছে বিশেষ মেট্রো পরিষেবা ৷ কলকাতা মেট্রোরেলের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

মেট্রোর বিশেষ ব্যবস্থা
Special Metro Service

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 2:15 PM IST

কলকাতা, 19 অক্টোবর: শহরের মাঠে খেলা দেখা, তাও আবার বিশ্বকাপে ৷ যার মজাই আলাদা! তবে দিন-রাতের ম্যাচ হওয়ায় চিন্তা ছিল বাড়ি ফেরা নিয়ে ৷ অবশেষে বিশ্বকাপ দেখে বাড়ি ফেরার সুবিধা করে দিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। খেলা শেষে মাঠ থেকে বাড়ি ফেরার জন্য থাকছে বিশেষ মেট্রো পরিষেবা ৷ বুধবার রাতে এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

2023 বিশ্বকাপকে স্বাগত জানাতে ইতিমধ্যেই সেজে উঠেছে ক্রিকেটের নন্দনকানন। দুর্গোৎসবের পরেই শহরের মাঠে বিশ্বকাপ ক্রিকেট। বলাই বাহুল্য যে, ক্রীড়াপ্রেমী বাঙালি এবং ক্রিকেটপ্রেমীদের ক্যালেন্ডার একেবারে জমজমাট। আগামী 31 অক্টোবর, 5 নভেম্বর, 11 ও 16 নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ম্যাচ। স্বাভাবিকভাবে দুর্গাপুজো ও বিশ্বকাপ নিয়ে এখন শহরের আবেগের পারদ একেবারে ঊর্ধ্বমুখী।

খেলা দেখতে মাঠে যে ভীড় উপচে পড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ তাই যারা ম্যাচ দেখে বাড়ি ফিরবেন তাঁদের যাতে সমস্যায় পড়তে না-হয়, তাই খেলার দিনগুলিতে নর্থ-সাউথ মেট্রো করিডোর বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এক জোড়া বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। কলকাতা মেট্রোরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই এক জোড়া বিশেষ ট্রেন ব্লু লাইনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে চালানো হবে।

আপ ডিরেকশনে এসপ্ল্যানেড থেকে মেট্রো ছাড়বে ঠিক রাত 10টা 45 মিনিটে। এই ট্রেনটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত 11টা 18 মিনিটে। অন্যদিকে, ডাউন ডিরেকশনের ট্রেনটি এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত 10টা 45 মিনিটে এবং কবি সুভাষ পৌঁছবে রাত 11টা 18 মিনিটে। যাত্রীদের ওঠানামার সুবিধার জন্য দু'টি ট্রেনই প্রতিটি স্টেশনে দাঁড়াবে। উল্লেখ্য, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আজ, পঞ্চমী এবং ষষ্ঠীতে 288টি মেট্রো (দুর্গাপুজোর বিশেষ মেট্রো) চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে চলবে 248টি মেট্রো। দশমীর দিন 132টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত 234টি মেট্রো চলাচল করবে। তবে প্রতিবারের মতো এবার রাতভর 5 থেকে 6 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।

আরও পড়ুন:পুজোয় ভিড় সামলাতে মেট্রোয় বাড়তি কাউন্টার, সারা রাত চলবে ট্রেন

ABOUT THE AUTHOR

...view details