কলকাতা, 25 সেপ্টেম্বর:শহরের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর । গত শনিবারের পর আজ অর্থাৎ, সোমবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফুটবল ম্যাচ রয়েছে, তার জন্য বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ৷ এদিন খেলা শুরু হওয়ার কথা রাত 8টায় ৷ যেহেতু সল্টলেক এলাকায় রাতের দিকে গণ-পরিবহন পাওয়া ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হয়ে, তাই যাতে রাতে খেলা দেখে ফেরার সময় কোনও অসুবিধের মধ্যে পড়তে না-হয় ফুটবল প্রেমীদের তাই মেট্রোর গ্রিন লাইনে এদিন রাতে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই কথা জানিয়েছেন ।
মেট্রোর তরফে জানানো হয়েছে, এক জোড়া বিশেষ মেট্রো চালানো হবে আজ । এদিন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি ও জামশেদপুর এফসি'র ম্যাচ রয়েছে । ফুটবলের শহরে যখন আইএসএলের ম্যাচ হচ্ছে এবং সেখানে ইস্টবেঙ্গল খেলছে তখন শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে যে উন্মাদনার পারদ চড়বে তা বলাই বাহুল্য । এই আইএসএল ম্যাচ দেখতে বহু ফুটবলপ্রেমীর সমাগম হবে সল্টলেক স্টেডিয়ামে ।
আরও পড়ুন: 'প্রতিটি' পয়েন্ট গুরুত্বপূর্ণ, রক্ষণের দুই স্তম্ভকে ছাড়া আইএসএল অভিযান শুরুর আগে সাবধানী কুয়াদ্রাত
তাই, খেলা দেখে ফেরার সময় মধ্যরাতে যাতে দর্শকদের কোনও সমস্যায় পড়তে না হয়, সে কথা মাথায় রেখেই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত চলবে দুটি বিশেষ মেট্রো ৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন খেলা শেষ হওয়ার পর রাত 10টা 30 মিনিটে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে ছাড়বে একটি মেট্রো । এটি শিয়ালদা মেট্রো স্টেশনে পৌঁছবে ঠিক রাত 10টা 37 মিনিটে । এই মেট্রোর 10 মিনিট পর আবার একটি মেট্রো সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে ছাড়বে ।
অর্থাৎ, দ্বিতীয় মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে ছাড়বে রাত 10টা 40 মিনিটে । দ্বিতীয় মেট্রোটি শিয়ালদা মেট্রো স্টেশনে পৌঁছবে রাত 10টা 47 মিনিটে । ফুলবাগান মেট্রো স্টেশন থেকে যাতে যাত্রীরা উঠতে পারেন এবং ওই স্টেশনে নামতে পারেন সেই কারণে এই বিশেষ এক জোড়া ট্রেন ফুলবাগান মেট্রো স্টেশনেও থামবে । যাত্রীদের সুবিধার জন্য সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন এবং ফুল বাগান মেট্রো স্টেশনের সবক'টি টিকিট বুকিং কাউন্টার খোলা রাখা হবে ।