পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bidhannagar Police : দুর্ঘটনা রুখতে চিংড়িঘাটায় অত্যাধুনিক ব্যবস্থা - পুলিশ

মুখ্যমন্ত্রীর ধমকের পরই চিংড়িঘাটায় দুর্ঘটনা রুখতে তৎপর বিধাননগর পুলিশ কমিশনারেট ৷ নেওয়া হল একাধিক ব্যবস্থা ৷

Bidhannagar Police
Bidhannagar Police

By

Published : Nov 18, 2021, 9:25 PM IST

কলকাতা, 18 নভেম্বর : মুখ্যমন্ত্রীর ধমকের পর তড়িঘড়ি চিংড়িঘাটায় পুলিশি নিরাপত্তা জোরদার করল বিধাননগর পুলিশ কমিশনারেট । জানা গিয়েছে, এবার চিংড়িঘাটা ক্রসিং-সহ রাস্তায় বসবে একাধিক রেইজড পেভমেন্ট মার্কার । এই মার্কারের সাহায্যে মূলত রাতে চিংড়িঘাটা উড়ালপুল এবং ক্রসিংয়ের রাস্তায় পরিধি চিহ্নিতকরণে আরও সুবিধা হবে বলেই মত পুলিশের ৷

তাছাড়াও চিংড়িঘাটায় বাড়ানো হচ্ছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ৷ বাস থেকে নেমে কোনও যাত্রী যাতে অযাচিতভাবে রাস্তা পারাপার করতে না পারেন তার জন্য নিয়োগ করা হবে একাধিক কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মীও । চিংড়িঘাটা ফ্লাইওভারের উপর এবং নিচের রাস্তায় একাধিক স্পিডোমিটার বসানোর সিদ্ধান্ত নিচ্ছে বিধাননগর কমিশনারেট । এবার নজরদারি চালানো হবে মেট্রোপলিটন থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ।

আরও পড়ুন :Municipal Election : পৌরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন প্রবীণ ও অসুস্থ কাউন্সিলররা

প্রসঙ্গত, গত দুর্গাপঞ্চমী রাতে এক যুবক ও এক তরুণী বাইকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় আচমকা গাড়ির গতি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ডিভাইডারে এবং সেখানে বাইক আরোহী ওই যুবকের মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এই চিংড়িঘাটাতেই ভাইফোঁটার দিন সন্ধ্যেবেলা জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হওয়া বেশ কিছু যাত্রীদের চাপা দেয় একটি গাড়ি ।

দুর্ঘটনা রুখতে চিংড়িঘাটায় অত্যাধুনিক ব্যবস্থা নেওয়া হল, জানাচ্ছেন ইটিভি ভারতের প্রতিনিধি

এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে মধ্যমগ্রাম থেকে বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে নির্দেশ দেন দুই পুলিশ কমিশনারেটের মধ্যে লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে ৷ আর যাতে একটাও দুর্ঘটনা না হয় তার দায়িত্ব নিতে হবে বিধাননগর পুলিশ কমিশনারকে ৷ এরপরই তড়িঘড়ি চিংড়িঘাটায় যে সমস্ত রাস্তায় রাতে এবং অফিস টাইমে পুলিশ দেখা যেত না সেই সকল রাস্তায় এখন দেখা যাচ্ছে সার্জেন্ট পদমর্যাদার পুলিশকর্মীদের । সুতরাং, বলা যায় অত্যন্ত স্পর্শকাতর চিংড়িঘাটা এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য অবশেষে টনক নড়ল বিধাননগর কমিশনারেটের ।

আরও পড়ুন :Bidhannagar & Kolkata Police : মুখ্যমন্ত্রীর ধমকের পর নড়েচড়ে বসল বিধাননগর ও কলকাতা পুলিশ

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details