পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chingrighata Traffic : গাড়ি জোরে চালাচ্ছেন ? কেস চলে যাবে মালিকের কাছে, অত্যাধুনিক ব্যবস্থা চিংড়িঘাটায়

অনিয়ন্ত্রিত গতিবেগে গাড়ি চালাচ্ছেন ? কখন অনলাইনে গাড়ির মালিকের কাছে কেস চলে যাবে আপনি জানতেই পারবেন না ৷ হ্যাঁ, গাড়ির গতিবেগ রুখতে এমনই অত্যাধুনিক ব্যবস্থা নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionerate ) ৷

chingrighata
চিংড়িঘাটা

By

Published : Nov 29, 2021, 8:58 AM IST

কলকাতা, 29 নভেম্বর : আর মুখের কথায় নয় ৷ এবার গাড়ির তীব্র গতির গাড়িকে শায়েস্তা করা হবে হবে সিসিটিভির মাধ্যমে । চিংড়িঘাটায় পথ দুর্ঘটনা রুখতে নজরদারি জোরালো করল বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ (Bidhannagar Police Commissionerate) ।

ইতিমধ্যেই চিংড়িঘাটা ক্রসিংয়ে বেশ কিছু সিসিটিভি ক্যামেরার পাশাপাশি রাস্তার ধারে বসতে চলেছে স্পিডোমিটার । এই স্পিডোমিটারের মাধ্যমেই বোঝা যাবে কোন গাড়ির গতিবেগ কত । বাইপাসের উপর বিভিন্ন জায়গায় গাড়ির গতিবেগ নির্দিষ্ট করে দেওয়া রয়েছে ৷ সেই নিয়ন্ত্রিত গতিবেগের ঊর্ধ্বে উঠলেই সরাসরি অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট গাড়ির মালিকের কাছে পৌঁছে যাবে অভিযোগ ৷ প্রয়োজনে আইনি পদক্ষেপও নিতে পারে ট্রাফিক বিভাগ (Chingrighata Traffic) ।

চিংড়িঘাটার দায়িত্ব কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে । পুলিশ মহলের একটা অংশের দাবি, বর্তমানে চিংড়িঘাটার ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে থাকা বিধাননগর কমিশনারেটের উপর থেকে সরিয়ে তা যদি কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উপর দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই বিধাননগর সিটি পুলিশের অদক্ষতার একটা ছাপ ফুটে উঠবে । ফলে তড়িঘড়ি এবার বিশেষ নজরদারি ব্যবস্থা আনতে চলেছে বিধাননগর কমিশনারেট ।

এই বিষয়ে বিধাননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "মধ্যমগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিংড়িঘাটা (Chingrighata traffic news) নিয়ে নগরপালকে যে বার্তা দিয়েছিলেন সেই ঘটনার পর থেকে ট্রাফিক বিভাগ অত্যন্ত সতর্ক হয়ে গিয়েছে । শুধুমাত্র যে চিংড়িঘাটা উড়ালপুল এবং চিংড়িঘাটা ক্রসিং - এই বিধাননগর কমিশনারেট ট্রাফিক বিভাগের আধিকারিকদের কর্তব্য করতে দেখা যাচ্ছে তেমনটা নয় ৷ লেকটাউন এয়ারপোর্ট, এয়ারপোর্ট আড়াই নম্বর ও এক নম্বর গেট, তেঘরিয়া উল্টোডাঙা এই সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ ডিউটি দেওয়া হয়েছে, যাতে সবরকমের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় ।

আরও পড়ুন :Bidhannagar Police : দুর্ঘটনা রুখতে চিংড়িঘাটায় অত্যাধুনিক ব্যবস্থা

ABOUT THE AUTHOR

...view details