কলকাতা, 14 সেপ্টেম্বর:যতীন্দ্রনাথ দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কিছু দুষ্প্রাপ্য ছবি ও নথি নিয়ে একটি গ্যালারির উদ্বোধন হল নর্থ সাউথ মেট্রোর যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে( Special Gallery of freedom fighter Jatindra nath das at Jatin Das Park Metro Station)। মঙ্গলবার তাঁর প্রয়াণ দিবসেই গ্যালারিটি উদ্বোধন করেন স্বাধীনতা সংগ্রামীর নাতনি মালিনী দাস ৷
বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি, তাঁর নামে ইন্ডিয়া পোস্টের বিশেষ স্ট্যাম্প-সহ তাঁর জীবন ও সংগ্রাম নিয়ে একাধিক ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই গ্যালারিটি ।
এই স্বাধীনতা সংগ্রামী লাহোর জেলে লাগাতার অনশন করেন এবং অনশনরত অবস্থাতেই তাঁর মৃত্যু হয় । ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যতীন্দ্রনাথের অবদান অন্যতম । লাহোর জেলে তাঁর বন্দি অবস্থার অনেক খণ্ডচিত্র দিয়ে সাজিয়ে তোলা হয় স্টেশন চত্বর । প্রসঙ্গত, 1929 সালের 14 সেপ্টেম্বর লাহোরের জেলে অনশনরত অবস্থায় প্রাণ ত্যাগ করেন যতীন্দ্রনাথ দাস ।
এই বিষয়ে মেট্রোর এক আধিকারিক জানান, এই স্টেশনে যতীন্দ্রনাথ দাসের স্মৃতিতে এমনই আর একটি গ্যালারি রয়েছে । এই গ্যালারিটি নতুন সংযোজন । এছাড়াও স্টেশন চত্বরে রয়েছে এই অগ্নিপুরুষের একটি বড় পোর্ট্রেট ।
আরও পড়ুন :পিস্তলে মাত্র একটা গুলি, আর তাতেই নিজেকে শেষ করেছিলেন বিপ্লবী চন্দ্রশেখর আজাদ