কলকাতা, 23 অক্টোবর: আদালতের নির্দেশ রয়েছে ৷ রয়েছে পরিবেশবিদদের হুঁশিয়ারি ৷ সর্বদা নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসনও ৷ তাই কালীপুজোয় (Kali Puja 2022) শব্দ বাজি ? কিছুতেই নয়, কখনই নয় ৷ কিন্তু, ধরুন যদি হাতের বদলে পাতে 'বাজি' তুলে দেওয়া হয় ? কী ভাবছেন ? আবোল-তাবোল বকছি ? মোটেই না ৷ এবারের কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে এই কাণ্ডই করে দেখিয়েছে ভবানীপুরের অতি পরিচিত এবং ঐতিহ্যশালী মিষ্টি বিক্রেতা বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক কর্তৃপক্ষ ৷ দীপাবলিতে তাদের উপহার 'বাজি মিষ্টি' (Cracker Sweet) !
কী এই বাজি মিষ্টি ? সংস্থার অন্যতম কর্ণধার সুদীপ মল্লিক জানালেন, এ হল বিশেষ ধরনের মিষ্টি ৷ যাতে চকোলেটের স্বাদ থাকছে এবং এই মিষ্টি দেখতে একেবারে বাজির মতো ! এমনকী, মিষ্টিগুলি যে বাক্সে ভরে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তার সঙ্গেও বাজির বাক্সের কোনও ফারাক নেই ৷
সুদীপ জানান, বিশেষ করে বাচ্চারা এই মিষ্টি ভীষণ পছন্দ করছে ৷ দীপাবলির উপহার হিসাবে আত্মীয়, বন্ধুদের দেওয়ার জন্য বড়রাও দেদার কিনছেন এই বাজি মিষ্টি ৷ এছাড়াও, দীপাবলি উপলক্ষে রয়েছে আরও কিছু স্পেশাল সন্দেশ ৷ যার মধ্যে মূলত দুধের সর দিয়ে তৈরি সরলিপি অন্যতম ৷