পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC on Awareness Campaign : চিকেন পক্সের বাড়বাড়ন্তে বিশেষ সচেতনতা কলকাতা পৌরনিগমে

গার্ডেন রিচ এলাকার শিশুদের মধ্যে বাড়ছে চিকেন পক্সে আক্রান্তের সংখ্যা ৷ তার জেরেই কলকাতা পৌরনিগমের তরফ থেকে সেখানে বিশেষ সচেতনতা প্রচার চালানো হবে (KMC on Awareness Campaign)৷

kmc
কলকাতা পৌরনিগম

By

Published : May 27, 2022, 10:41 PM IST

কলকাতা, 27 মে : চিকেন পক্সে আক্রান্ত হয়ে একাধিক শিশু ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে । চিকেন পক্সের এই বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন কলকাতা পৌরনিগম । আগামী 2 জুন হবে বিশেষ সচেতনতা প্রচার (Special awareness on chicken pox in Kolkata Municipal Corporation)।

সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালে বেশ কিছু শিশু হাম ও চিকেন পক্সে আক্রান্ত হয়ে ভর্তি হয় । সেই বিষয়ে হাসপাতালের তরফে কলকাতা পৌরনিগমকে জানানো হলে খোঁজ খবর নিতে শুরু করে পৌর স্বাস্থ্যবিভাগ । খোঁজ নিয়ে পৌরনিগম জানতে পারে এই সমস্ত শিশু গার্ডেনরিচ এলাকার ৷ খোঁজ করতে গিয়ে স্বাস্থ্য বিভাগ দেখে প্রতি বুধবার শিশুদের যে প্রতিষেধক দেওয়া হয় সেই প্রতিষেধক নিতে অনীহা বেড়েছে ওই এলাকায় ।

চিকেন পক্সের বাড়বাড়ন্তে বিশেষ সচেতনতা শিবির নিয়ে অতীন ঘোষের মন্তব্য

এই বিষয়ে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ বলেন, "শুধু হাম নয়, ওই এলাকায় পোলিয়ো টিকা নেওয়ার ক্ষেত্রেও অনীহা লক্ষ্য করা যাচ্ছে । ওই এলাকা মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে । আগামী 2 জুন ওই এলাকায় ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বিশেষে সচেতনতা প্রচার চালানো হবে ৷ এর আগে পোলিয়ো টিকাকরণ বাড়াতে সচেতনতা প্রচার করে ইতিবাচক ফল মিলেছে । তাই এবারও সচেতনতা প্রচার করা হবে । এই প্রচারে ধর্মীয় গুরুদের যুক্ত করার আহ্বান জানানো হবে । স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা গিয়ে মানুষজনকে বোঝাবেন প্রতিষেধক বা টিকাকরণে প্রয়োজনীয়তা সম্পর্কে । কোনও ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায় প্রতিষেধক নিয়ে সেটাই বোঝানো হবে ।"

আরও পড়ুন :KMC crossed 1cr Vaccination : টিকাকরণে কোটির মাইল ফলক পার কলকাতা পৌরনিগমের

ABOUT THE AUTHOR

...view details