পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Alipore Zoo in Summer: হিট স্ট্রোক এড়াতে চিড়িয়াখানায় পশুপাখিদের স্নানের বিশেষ ব্যবস্থা, ডায়েটে রসালো ফল - Alipore Zoological Garden in Kolkata

কলকাতায় তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছাড়িয়েছে ৷ মনুষ্যকূলের পাশাপাশি নাভিশ্বাস উঠেছে পশুপাখিদেরও ৷ অবলা প্রাণীগুলিও গরমে কাহিল ৷ তাই গরম থেকে রক্ষা করতে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে আলিপুর চিড়িয়াখানায় ৷

ETV Bharat
চিড়িয়াখানায় মজার স্নান

By

Published : Apr 17, 2023, 8:10 PM IST

এই গরমে কেমন আছে আলিপুর চিড়িয়াখানার পশুপাখিরা ?

কলকাতা, 17 এপ্রিল:তীব্র দাবদাহে মানুষ থেকে পশুপাখি, সকলেই নাজেহাল ৷ তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছাড়াতেই রাজ্যের চিড়িয়াখানাগুলিতে পশুপাখিদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে ৷ হিটস্ট্রোক এড়াতে ও এই প্রচণ্ড গরমে তাদের সুস্থ রাখতে স্নানের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ শরীর শীতল রাখতে নিত্যস্নানের পাশাপাশি প্রতিদিন দেওয়া হচ্ছে রসালো ফল ৷ এমনটাই দেখা গেল আলিপুর চিড়িয়াখানায় ৷

দিনে 2-3 বেলা স্প্রিংকলার লাগিয়ে স্নান করানো হচ্ছে । আর্টিফিশিয়াল পদ্ধতিতে খাঁচার ভিতরে জলের ব্যবস্থা করা হয়েছে । কখনও পাইপ দিয়ে চলছে তাদের স্নান করানো তো কখনও আবার স্প্রিংকলারের সাহায্যে ৷ যদিও প্রতিটি খাঁচায় স্প্রিংকলার লাগানোর কাজ এখনও চলছে ৷ সমস্ত খাঁচায় এগুলি লাগাতে এখনও একমাস সময় লাগবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷

স্নানের পাশাপাশি কলা, শশা, পেঁপে, আঙুর, পেঁয়াজ থেকে শুরু করে একাধিক রসালো ফল পশুপাখিদের খাবারের তালিকায় রাখা হয়েছে । ক্যাঙারুর জন্য বিশেষভাবে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে । স্প্রিংকলার ছাড়াও চিড়িয়াখানার কর্মীরা বাঘ-হাতি ও পশুপাখিদের স্নান করাচ্ছেন । কখনও গরমে এইসব পশুরা নিজেরাই নেমে পড়ছে খাঁচার ভিতরে থাকা কৃত্রিম জলাশয়ে ৷

আরও পড়ুন :বরফের পুলে স্নান, সঙ্গে ডায়েট চার্ট; গরমে বাঘেদের জন্য বিশেষ ব্যবস্থা বেঙ্গল সাফারিতে

এই বিষয়ে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর তাপস দাস বলেন, "প্রতি বছরের মতো পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে । রসালো ফল খাওয়ানো হচ্ছে যাতে শরীর ঠান্ডা থাকে । এ বছর তুলনামূলক বেশি গরম থাকায় পশুপাখিদের জন্য খাঁচার মধ্যে বেশি করে জলের ব্যবস্থা থাকছে । একাধিক স্প্রিংকলার লাগানো হয়েছে । যা দিয়ে পশুদের স্নান করানো হচ্ছে । সকাল ন'টার মধ্যে হাতি, জিরাফদের স্নান করানো হচ্ছে । তরমুজ ও কলার মতো একাধিক ফল দিনে দুই তিনবার করে খাওয়ানো হচ্ছে । বেশ কিছু ক্ষেত্রে খাবারের তালিকায় পরিবর্তন করা হয়েছে । যাতে কোনও শারীরিক সমস্যা না হয় । ঠিক যেমন মানুষ ডায়েট চার্ট করেন । সেরকম ডায়েট চার্ট করা হয়েছে । তা মেনেই খাবার পরিবেশন করা হচ্ছে ।"

চিড়িয়াখানার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থ দেবনাথ বলেন, "তীব্র গরম থেকে রক্ষা পেতে পশুপাখিদের জন্য সবরকম ব্যবস্থা আমরা রাখছি । যাতে তারা কোনওরকমভাবে সমস্যায় না পড়ে । এই মুহূর্তে পশুপাখিদের সুস্থ থাকাটা সুস্থ রাখাটাই আমাদের একমাত্র লক্ষ্য ।"

সোমবার আলিপুর চিড়িয়াখানা পরিদর্শনে আসেন বিধানসভার এস্টিমেট কমিটির সদস্যরা । প্রতিনিধি দলে ছিলেন নির্মল মাজি, মিহির গোস্বামী-সহ একাধিক বিধায়ক ৷ চিড়িয়াখানার পরিকাঠামোতে কী কী বদল আনতে হবে, গরমকালে পশুপাখিদের দেখভাল করার জন্য আর কী কী জিনিসের প্রয়োজন সব বিষয় দেখে একটা রিপোর্ট তৈরি করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে । সফর শেষে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষের সঙ্গে এস্টিমেট কমিটির একটি বৈঠক হয় যেখানে তাঁরা চিড়িয়াখানায় আর কী দরকার সেই সব বিষয়ে আলোচনা করেন ।

এই বিষয়ে এস্টিমেট কমিটির চেয়ারম্যান চিকিৎসক সুদীপ্ত রায় বলেন, "পশুপাখিরা সব ঠিকঠাকই আছে । প্রচুর গরমের মধ্যে তারা যাতে শান্তিতে থাকতে পারে তার সুন্দর ব্যবস্থা করা হয়েছে । তারপরেও যদি কোনও কিছু প্রয়োজন হয় বা খামতি থাকে তা নিয়ে আমরা কথা বলেছি, আগামীতেও বলবো ৷ সবকিছু সুরক্ষিত রাখাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ।"

আরও পড়ুন :দিনে দু'বার করে স্নান, গরমে ঝড়খালিতে বিশেষ ব্যবস্থা বাঘেদের জন্য

ABOUT THE AUTHOR

...view details