পশ্চিমবঙ্গ

west bengal

বিধানসভার চলতি অধিবেশনে সাসপেন্ড দুলাল বর, কাল থেকে বসছেন ধরনায়

By

Published : Sep 3, 2019, 4:58 PM IST

রাজ্যের আইন ব্যবস্থার খারাপ অবস্থার কথা বিধানসভায় অধ্যক্ষের সামনে জানিয়েছিলেন দুলাল বর ৷ এই বিষয়টি বলার সময়েই শাসক দলের বিধায়করা ক্ষোভ প্রকাশ করতে থাকেন । অধিবেশন কক্ষে চরম বিশৃঙ্খলা তৈরি হয় । এরপর সভা চলাকালীন অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান BJP বিধায়করা । দুলাল বরকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ ।

Dulal Bar

কলকাতা, 3 সেপ্টেম্বর : গত 1 সেপ্টেম্বর বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন বিধায়ক দুলাল বর ৷ পর পর দুই দিন তাঁর আচরণে আপত্তি প্রকাশ করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এবার বিধানসভার পুরো সেশনের জন্য তাঁকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । BJP-এর সদস্য দুলাল বর এর আগে কংগ্রেসের সদস্য ছিলেন ৷

দেখে নিন ভিডিও

তাঁর অভিযোগ , রবিবার ভোরে বাসন্তীতে 5 বছরের শিশু কন্যার সামনে তার মাকে ধর্ষণ করে খুন করা হয় । গতকাল বিধানসভায় দুলাল বর এই ঘটনাটির কথাই অধ্যক্ষের সামনে বলেন ৷ তিনি আরও জানান, তৃণমূলের সদস্যরাই এই কাজটি করেছে ৷ তারপরও তারা কোনো শাস্তি পায়নি ৷ রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ রাজ্যের আইন ব্যবস্থার এমন খারাপ অবস্থার কথা বিধানসভায় অধ্যক্ষের সামনে জানিয়েছিলেন দুলাল বর ৷ এই বিষয়টি বলার সময়েই শাসক দলের বিধায়করা ক্ষোভ প্রকাশ করতে থাকেন । অধিবেশন কক্ষে চরম বিশৃঙ্খলা তৈরি হয় । এরপর সভা চলাকালীন অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান BJP বিধায়করা । দুলাল বরকে সম্পূর্ণ সেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ ।

এর আগে, বিধায়ক বিশ্বজিত দাসের উপর হামলা হওয়ার কারণে 1 সেপ্টেম্বর বিধানসভায় প্রতিবাদ জানিয়েছিলেন দুলাল বর । বিধানসভার অধ্যক্ষ বিষয়টি আলোচনা করতে নিষেধ করেছিলেন । অধ্যক্ষের কথা অমান্য করায় একদিনের জন্য সাসপেন্ড হয়েছিলেন দুলাল বর । গতকাল পুরো সেশন থেকে তাঁকে সাসপেন্ড করা হল ৷

ABOUT THE AUTHOR

...view details