কলকাতা, 2 অগস্ট: ন'শো দিন পেরিয়েছে এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ । কিন্তু তারপরেও কোন সুরাহা মিলছে না । এরকম পরিস্থিতিতে বুধবার সকাল দশটা নাগাদ এমএলএ হোস্টেলের সামনে এসএলএসটি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখায়। তাঁদের দাবির বিভিন্ন বিষয় নিয়ে বিধানসভায় কথা হয়েছে ৷ তবে তাঁদের নিয়োগ নিয়ে কোন কথা হচ্ছে না কেন, সেই প্রশ্ন তোলেন তারা ৷ বিধায়করা যাতে তাদের কথা বিধানসভায় আলোচনা করেন এবং তাঁদের নিয়োগ কবে হবে সে বিষয়ে সচেষ্ট হন, তার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা । কিন্তু সকাল সাড়ে 11টা নাগাদ কলকাতা পুলিশের তরফে বিক্ষোভকারীদের সেখান থেকে হটিয়ে দেওয়া হয় ।
এ বিষয়ে আজ বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আছে । এরকমভাবে গেট আটকে নয় । অনেকে আমায় বলেছে । আমি প্রশাসনকে ব্যাবস্থা নিতে বলেছি । গেট আটকে রেখে কাজের ব্যাঘাত ঘটানো ঠিক নয়।"
এ দিনের বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের হাতে থাকা পোস্টারে তাঁদের দাবি-দাওয়ার কথা উল্লেখ ছিল। সেগুলি হল, 900 দিন পেরেলেও কেন বিধায়করা তাঁদের কথা বিধানসভায় আলোচনা করছেন না । বিধায়কদের কাছে তাদের অনুরোধ, দ্রুত এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে আওয়াজ তুলুন । স্কুল শিক্ষক ঘাটতি ও সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে আওয়াজ তুলুন । চিতার আগুন লাগছে গায়ে, কত দিন আর ধরব পায়ে?, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই । এরকম একাধিক দাবি-দাওয়া সংক্রান্ত পোস্টার নিয়ে এদিন সকাল থেকে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা।