পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah municipal corporation Bill: হাওড়া পুরসভা বিল নিয়ে বিধানসভার অধ্যক্ষ-রাজ্যপাল সংঘাত অব্যাহত - speaker challenges governor

বুধবার রাজ্যপাল দাবি করে ছিলেন যে হাওড়া পুরসভা বিল প্রসঙ্গে মিথ্যে কথা রটাচ্ছে রাজ্য সরকার এবং এইরকম কোনও বিল তাঁর অফিসে আটকে নেই । আজ বৃহস্পতিবার রাজ্যপালের সেই উক্তিকে চ্যালেঞ্জ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker of the Legislative Assembly)

gov
gov

By

Published : Feb 3, 2022, 10:57 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি:হাওড়া পুরসভা বিল (Howrah municipal corporation Bill) নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ, বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের সংঘাত অব্যাহত । বুধবার রাজভবনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল দাবি করছিলেন যে হাওড়া পুরসভা বিল প্রসঙ্গে মিথ্যে কথা রটাচ্ছে রাজ্য সরকার এবং এইরকম কোনও বিল তাঁর অফিসে আটকে নেই।

আরও পড়ুন:Jagdeep Dhankhar on Howrah Municipal Corporation Bill : প্রয়োজনে হাওড়া কর্পোরেশন বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারি, হুঁশিয়ারি রাজ্যপালের

আজ বৃহস্পতিবারই রাজ্যপালের সেই উক্তিকে চ্যালেঞ্জ জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় । তিনি বলেন যে, রাজ্যপালের অফিস থেকে ছেড়ে দিলে সেই বিলের ফাইল আসার কথা বিধানসভাতে । "কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনও ফাইল বিধাসভায় আসেনি। যদি কেউ চান তাহলে আরটিআই করতে পারেন। তখন নিয়ম অনুযায়ী আমরা সব জানিয়ে দেব," বলেন বিমানবাবু । তিনি আরও বলেন, "রাজ্যপালের একই কথার একই উত্তর দিতে দিতে ক্লান্ত তিনি । আমি অবাক হয়ে যাচ্ছি কী করে রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) বলেন যে উনি বিল ছেড়ে দিয়েছেন। "

বুধবার তীব্র সংঘাত হয় রাজ্যপাল রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে (Governor Jagdeep Dhankhar and mamata banerjee clash) । তৃণমূল কংগ্রেসের সংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়ে বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । এর আগে রাজ্যপালকে টুইটারে ব্লক করার খবর সাংবাদিকের দেবার সময় মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ করেন যে রাজভবন থেকে পেগাসাস ব্যবহার করা হচ্ছে । বুধবার বিকালেই এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এই প্রসঙ্গেই রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী অসত্য অভিযোগ তুলছেন ।

আরও পড়ুন:Dhankhar Ask AG to Meet Him : হাওড়া পৌর বিল নিয়ে এবার অ্যাডভোকেট জেনারেলকে তলব রাজ্যপালের

বুধবার দুপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হবার পরই মমতা বন্দ্যোপাধ্য়ায় তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যপালকে । মুখ্যমন্ত্রী বলেন যে, দিল্লি থেকে একটা ঘোড়ার পাল পাঠিয়েছে রাজ্য শাসন করতে । সে সবসময় আমাকে গালাগালিও করছে আবার আমাকে টুইটও করছে । দেড় বছর ধরে সহ্য করেছি । তাই আমি উনাকে ব্লক করে দিয়েছি । এই "ঘোড়ার পাল" সম্বধোন নিয়েও ক্ষোভে ফেটে পড়েন রাজ্যপাল। "এই ধরণের কাঁদা ছোড়াছুড়ি কোনমতেই কাম্য নয়। সাধারণতন্ত্র দিবসে রীতি অনুযায়ী মুখ্যমন্ত্রীর রাজ্যপালকে স্বাগত জানানো প্রথা । এই বার সাধারণতন্ত্র দিবসে তিনি সেটা করলেন না, " রাজ্যপাল বলেন।

ABOUT THE AUTHOR

...view details