কলকাতা, 15 মার্চ : কোরোনা ভাইরাস মোকাবিলায় আগামীকাল বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বৈঠকে কোরোনা মোকাবিলায় বিধানসভা ও বিধায়কদের ভূমিকা কী তা নিয়ে আলোচনা হবে । আগামীকাল দ্বিতীয়ার্ধের শুরুতেই বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে হবে এই সর্বদলীয় বৈঠক ।
27 তারিখ পর্যন্ত দফাওয়ারি বাজেট অধিবেশন হওয়ার কথা । কিন্তু কোরোনা ভাইরাসের জন্য উদ্বিগ্ন অধ্যক্ষ । তাই সূত্রের খবর, দফাওয়ারি বাজেট অধিবেশন কোরোনা আতঙ্কের জন্য সংক্ষিপ্ত করা হতে পারে । আর যদি তা হয় তাহলে সেক্ষেত্রে অধিকাংশ দপ্তরের বাজেট গিলোটিনে চলে যাবে । মুখ্যমন্ত্রীর দপ্তর-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের বাজেট আলোচনা হবে না বিধানসভায় ।
জমায়েত এড়িয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই অধ্যক্ষ বিধানসভায় প্রবেশাধিকারের ক্ষেত্রে বিধিনিষেধ চালু করেছেন । আগামীকাল সর্বদলীয় বৈঠকের পর চূড়ান্তভাবে ঘোষণা করে হবে যে, বিধানসভা অধিবেশন চলবে কি না । রাজ্যে পৌরসভা ও কর্পোরেশন নির্বাচন এগিয়ে আসায় সাম্প্রতিককালে বিধানসভার অধিবেশন বসানো সম্ভব হবে না বলে জানা গেছে । তাহলে কি হবে দফাওয়ারি বাজেটের আয়-ব্যয়ের বরাদ্দ সংক্রান্ত আলোচনা ?
সচিবালয় সূত্রে জানানো হয়েছে, রাজ্যসভার নির্বাচনের জন্য 26 তারিখ পর্যন্ত সচিবালয়ের কর্মচারীদের বিধানসভায় উপস্থিত হতে হবে । সেক্ষেত্রে বিধানসভার কর্মীদের ছুটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আগামীকালের বৈঠকের উপর নির্ভর করছে বিধানসভা অধিবেশনের ভবিষ্যৎ ।