কলকাতা, 19 ডিসেম্বর:আগেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিধানসভায় এই মুহূর্তে নিরাপত্তা রক্ষীর সংখ্যা পর্যাপ্ত নয়। অধিবেশন চলাকালীন বিভিন্ন সময় তাদের কলকাতা পুলিশের সাহায্য নিতে হয় । এই অবস্থায় সংসদে অনুপ্রবেশের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নড়েচড়ে বসেছে বিধানসভা কর্তৃপক্ষ ৷ মঙ্গলবারই বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ।
নিরাপত্তা বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে ৷ বিধানসভায় কলকাতা পুলিশের আউট পোস্ট তৈরি করা হবে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে । সূত্রের খবর এদিন বৈঠকে উঠে এসেছে বিধানসভায় কলকাতা পুলিশের আউটপোস্ট তৈরির প্রসঙ্গ । বিধানসভার নিরাপত্তা খতিয়ে দেখতে তৈরি হচ্ছে একটি বিশেষ কমিটি ৷ সেই কমিটিতে থাকবে কলকাতা পুলিশের পদস্থ অফিসারেরাও । কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা প্রসঙ্গে এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভায় যে সমস্ত লোকজন আসে বিশেষত বিধায়কদের সঙ্গে অনেক অতিথিরা আসেন ৷ এসবের মধ্যেও আমাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় সেই ব্যপারে আলোচনা হয়েছে।" নতুন যে নিয়ম বুলেটিন আকারে আগামিদিনে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সর্বদল বৈঠকেও তুলে ধরা হবে ।