কলকাতা, 5 সেপ্টেম্বর: দেশের নাম বদল নিয়ে আজই ধনধান্য অডিটোরিয়াম থেকে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার তা নিয়েই কেন্দ্রকে নিশানা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত, প্রত্যেক বছরই ঘটা করে জন্মাষ্টমী পালন করা হয় বিধানসভায় ৷ আগামিকাল, অর্থাৎ বুধবারও সেখানে জন্মাষ্টমী পুজো রয়েছে । তারই প্রস্তুতি দেখতে এসে সংবাদমাধ্যমের সামনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেশের নাম বদলের প্রচেষ্টা নিয়ে উষ্মা প্রকাশ করেন ৷
তিনি বলেন, "আপনারা সংবিধান পড়ে দেখবেন ৷ সেখানে লেখা রয়েছে 'ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া'। আমাদের দেশ গোটা পৃথিবীতে ইন্ডিয়া বলেই পরিচিত । কেন সেটাকে বদল করে ভারত করা হচ্ছে আমি জানি না । কী উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে তাও আমরা জানি না । তবে একটা কথা বলতে পারি, যে ভাবে একটার পর একটা পরিবর্তন আনা হচ্ছে তাতে আমরা আতঙ্কিত । ভারতীয় সংবিধানের মূল কাঠামোর উপর আঘাত হেনে বাস্তবে শেষ পর্যন্ত বিধানসভা বা লোকসভার স্বাধীনতা থাকবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে ।"