কলকাতা, 17 ফেব্রুয়ারি: আজব অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৷ শুক্রবার বিধানসভায় ওই বিধায়কের বিরুদ্ধে বিধানসভাকক্ষে নেশা করার অভিযোগ উঠল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি নেশার দ্রব্য ব্যবহার করছিলেন ৷ কিন্তু পরে ওই বিধায়ক পালটা দাবি করেন, সেই বস্তুটি নেশাজাতীয় নয়,অন্য কিছু ৷ এই ঘটনায় রীতিমতো শোরগোল বিধানসভায় ৷
ঘটনার সূত্রপাত, অধিবেশনের প্রথমার্ধে ৷ বাজেট বক্তৃতা জবাবি আলোচনা ছিল ৷ অভিযোগ, ঠিক সেই সময় খৈনির নেশা করতে গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার মুখে পড়েন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ৷ এদিন বাজেট আলোচনার সময় হঠাৎ চোখে পড়ে, নাটাবাড়ির বিধায়ক নিজের হাতে নিয়ে কিছু একটা ঘষছেন ৷ দৃশ্যটি নজরে পড়ে খোদ স্পিকারের। আর তখনই তিনি সমালোচনা করে বলেন, "বিধানসভা গণতন্ত্রের মন্দির ৷ এখানে বিধানসভা কক্ষের মধ্যে এভাবে কখনও খইনি খাওয়া যায় না ৷" প্রসঙ্গত বিধানসভার মধ্যে বিভিন্ন সময় অধ্যক্ষকে বিধায়কদের মোবাইল ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গিয়েছে ৷ কিন্তু এভাবে কোনও নেশার বস্তু নিয়ে প্রকাশ্যে ক্ষুব্ধ হওয়ার ঘটনা এই প্রথম এবং যা অবশ্যই তাৎপর্যপূর্ণ ৷