কলকাতা, 7মে: অবশেষে ঘরে ফেরা । স্বস্তির নিশ্বাস । তবে দেশে পৌঁছে স্প্যানিশ ফুটবলারদের 15দিন কোয়ারানটিনে থাকতে হবে । ভারত ছাড়ার আগে জনমানবহীন পথে যেতে হয়েছিল । স্পেনের মাটিতে পা দিয়েও একই ছবি দেখলেন সবাই ।
নিজের দেশে কিবু ভিকুনা, মারিওদের 15দিন হোম কোয়ারানটিনে থাকতে হবে - east bengal footballer
দুই দলের কোচ ফুটবলার এবং তাঁদের পরিবার নিয়ে মোট 22 সদস্যের দল । মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে কলকাতায় ঘরবন্দী ছিলেন কিবু ভিকুনারা । আই লিগ বাতিল হতেই স্পেনে ফেরার জন্য মুখিয়ে ছিলেন বেইটিয়া, কোলাডো,ভিক্টর পেরেজ,ফ্রান গঞ্জালেসরা । তাই বাসে করে দিল্লি । তারপর সেখান থেকে উড়ান ।
দুই দলের কোচ ফুটবলার এবং তাঁদের পরিবার নিয়ে মোট 22 সদস্যের দল । মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে কলকাতায় ঘরবন্দী ছিলেন কিবু ভিকুনারা । আই লিগ বাতিল হতেই স্পেনে ফেরার জন্য মুখিয়ে ছিলেন বেইটিয়া, কোলাডো, ভিক্টর পেরেজ, ফ্রান গঞ্জালেসরা । তাই বাসে করে দিল্লি । সড়ক পথে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঝক্কি । আসানসোল, বারাণসী, কানপুর হয়ে দিল্লিতে পৌঁছানোর পরে 5 মে মধ্যরাতে বিমান ধরে আমস্টারডামে পৌঁছাবেন ফুটবলাররা । সেরকম কথা থাকলেও নির্ধারিত বিমান ধরতে পারেননি দুই দলের স্প্যানিশ ব্রিগেড । ফলে গতকাল সকালের বিমান ধরেন সবাই । ফ্রান গঞ্জালেস যাবেন সাউথ স্পেনে । কিবু ভিকুনা যাবেন উত্তর স্পেনে । মারিও রিবেরা যাবেন গ্রানাদা ।
একই বাসে করে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা শহর ছেড়েছিলেন । রবিবার ভোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক মঞ্চে দাঁড় করিয়েছিল । দুইদলের ফুটবলাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নমস্কার করেন কলকাতাকে । অবশেষে বাড়ি ফেরা । তাও সুস্থ শরীরে । তারপর নিজের নিজের গন্তব্যে রওনা হলেন । নতুন মরসুমে, নতুন ক্লাবে, নতুন জার্সিতে হয়তো খেলবেন সবাই । তবে আপাতত কোরোনা বিপর্যয়ের মধ্যে ঘরে ফেরার আনন্দ । প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার মুক্তি । তবে দেশে পৌঁছে কলকাতার সকল সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন দুই দলের স্প্যানিশ ফুটবলাররা । একই সঙ্গে কলকাতার মানুষদের ঘরে থাকার আর্জি জানিয়েছেন ।