কলকাতা, 6 ডিসেম্বর: রাজ্যের স্বার্থে দিল্লিতে গিয়ে দরবার করার জন্য আগেই আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেই মতো অধ্যক্ষকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন রাজ্যের শাসক দলের (TMC) মুখ্য সচেতক নির্মল ঘোষ । আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সেই বিষয়েই ফোন করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।
বিধানসভায় নির্বাচিত সব দলের বিধায়কদের প্রতিনিধি দল তৈরি করে দিল্লি দরবারে 100 দিনের কাজ, ঘাটাল মাস্টার প্ল্যান, গঙ্গার ভাঙন-সহ বিভিন্ন প্রকল্পের বকেয়া আদায়ে যেতে চায় রাজ্য । তা নিয়ে আলোচনা করতেই এদিন ফোন করেছিলেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) ।
বিরোধী দল বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, বিরোধী দলনেতা পরিষদীয় মন্ত্রীর এই আবেদন ফিরিয়ে দেননি । বরং যৌথ দিল্লি যাত্রা নিয়ে একটি ড্রাফট তৈরি করে তাঁকে পাঠাতে বলেছেন শুভেন্দু । সেই ড্রাফট দেখার পরই দিল্লি যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্যের প্রধান বিরোধী দল ।