পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশেষ অতিথির তালিকায় নাম, তবু এলেন না শোভন

গত কয়েক দিনের গতিপ্রকৃতি থেকে জল্পনার শুরু ৷ গতকাল দলীয় বৈঠকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন শোভন চট্টোপাধ্যায় ৷ এমনটাই আশা করেছিলেন দলীয় কর্মীরা ৷ পুলিশের কাছে থাকা বিশেষ অতিথির তালিকাতেও নাম ছিল তাঁর ৷ কিন্তু তারপরও বৈঠকে হাজির হলেন না শোভন ৷

By

Published : Nov 8, 2019, 4:05 AM IST

শোভন চট্টোপাধ্যায়

কলকাতা, 8 নভেম্বর : বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা চলছিল কিছুদিন ধরেই ৷ গতকালের তৃণমূলের বৈঠকে যোগ দিয়ে হাতে পতাকা তুলে নেবেন বলেই আশা করেছিলেন দলীয় কর্মীরা ৷ শোনা যাচ্ছে, সেই মতো ব্যবস্থাও করা হয়েছিল ৷ এমনকি, পুলিশের কাছে থাকা বিশেষ অতিথির তালিকায় না কি নামও ছিল তাঁর ৷ তৃণমূল ভবনের সামনে ছিল কৌতুহলী দলীয় নেতাদের ভিড় ৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হতাশ হতে হল সকলকে ৷ কেন গতকাল যোগ দেওয়া থেকে বিরত থাকলেন শোভন চট্টোপাধ্যায় ? উঠছে প্রশ্নও ৷

গতকাল দুপুরে দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত কয়েকদিনের গতিপ্রকৃতি দেখে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, গুরুত্বপূর্ণ এই বৈঠকে শোভন চট্টোপাধ্যায় যোগ দিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন ৷ কিন্তু জল্পনাকে জিইয়ে রেখেই এলেন না তিনি ৷

গতকালের এই দলীয় বৈঠক কার্যত রুদ্ধদ্বার ছিল ৷ মোবাইল জমা রেখে জনপ্রতিনিধিদের নামের তালিকা দেখে, তবেই বৈঠকে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল প্রত্যেককে ৷ সূত্রের খবর, পুলিশের কাছে থাকা বিশেষ অতিথিদের তালিকায় নাম ছিল শোভন চট্টোপাধ্যায়েরও ৷ কিন্তু তারপরও কেন তিনি এলেন না তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা ৷

প্রসঙ্গত, 29 অক্টোবর নাটকীয়ভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কালীঘাটে 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিতে যান শোভন ৷ ফলস্বরূপ, রাজ্য সরকারের কাছ থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ফিরে পেয়েছেন তিনি ৷ ভাইফোঁটা থেকেই নতুন পথ চলার জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে ৷ ভাইফোঁটার দিন যেমন তিনি মমতার বাড়িতে হাজির হয়েছিলেন, তেমনই গতকালের বৈঠকেও তিনি থাকবেন বলে আশায় ছিলেন তৃণমূল নেতা-কর্মীরা ৷ তবে, বৈঠকে উপস্থিত না থাকলেও শোভন চট্টোপাধ্যায়ের ঘরে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

ABOUT THE AUTHOR

...view details