কলকাতা, 20 মে: বুধবার মধ্যরাতের পর এসএসকেএম হাসপাতালে শোভনের ঘর থেকে বেরোন বৈশাখী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শোভন চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা ভাল নেই ৷ পাশাপাশি মদন মিত্রের কাছে যাওয়ার নাম করে নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে দু'জন জোর করে শোভনের ঘরে ঢুকে যান ৷ এবিষয়ে সুপারের কাছে অভিযোগও জানানো হয়েছে বলে জানান বৈশাখী ৷
বুধবার রাতে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাবাদিকদের সঙ্গে কথা বলেন বৈশাখী বন্দ্য়োপাধ্যায় ৷ জানালেন, শোভনের শারীরিক অবস্থা ভাল নেই ৷ তাঁর কোভিড টেস্ট হয়েছে ৷ রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে অন্যান্য রিপোর্ট ভাল আসছে না ৷ খাওয়া-দাওয়াও ভাল করে করতে পারছেন না ।
বৈশাখী জানান, বুধবার সন্ধ্যায় শোভনের রক্তচাপ বেড়ে যায় ৷ আজ দু'জন লোক মদন মিত্রের ঘরে ঢোকার নাম করে শোভনের ঘরে ঢুকে পড়েন ৷ তাঁর নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি করেছেন ৷ এবিষয়ে সুপারকে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে ৷ এছাড়াও বারবার রত্না ও তাঁর ছেলেমেয়েদের আসা নিয়ে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি । বর্তমানে এই পরিস্থিতি থেকে বেরোতে চান ।
শোভন চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা ভাল নয় বলে জানালেন বৈশাখী ৷ এই পরিস্থিতিতে শোভনের মানসিক অবসাদ নিয়ে কথা বলতে গিয়ে বৈশাখী বলেন, "একজন এত বছরের জনপ্রতিনিধি যদি জেল হেফাজতে থাকেন তাহলে এমনিই তো তাঁকে তা মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় ৷ তার সঙ্গে আমরা যাঁরা ওঁনাকে ভালবাসি তাঁরা যদি ওঁনার সমস্যা বাড়াই সেটা তো ঠিক নয় ৷ উনি এমনিতেই এখন বিপর্যস্ত ৷ অন্য কোনও সমস্যা যাতে তৈরি না আমাদের সেটা খেয়াল রাখা উচিত ৷"
আরও পড়ুন: দেখা করতে আসুক স্ত্রী-সন্তানরা, চান না শোভন