পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্থাবর-অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখীকে লিখে দিলেন শোভন - সব সম্পত্তি বৈশাখীকে দিলেন শোভন

তার মধ্যেই শোভনকে আজ গোলপার্কের ফ্ল্যাট খালি করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায় রত্না চট্টোপাধ্যায়ের বাপের বাড়ির লোকজন ৷

sovan-chatterjee
sovan-chatterjee

By

Published : Jun 16, 2021, 3:39 PM IST

Updated : Jun 16, 2021, 5:23 PM IST

কলকাতা, 16 জুন : মাঝরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের নাম জুড়েছিলেন ৷ দুজনের হাসিমুখের প্রোফাইল পিকচার যেন বলছিল, দুনিয়া যাক রসাতলে ৷ আমরা থাকব আমাদের মতো করে ৷ রাত গড়াতেই শোভন চট্টোপাধ্যায় নিজের সম্পত্তির সঙ্গে জুড়ে ফেললেন বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ৷ স্ত্রী ও দুই সন্তানের পিতা, কলকাতার প্রাক্তন মেয়র নিজের সবটুকু এক সন্তানের মা ও বিবাহিতা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন ৷ শোভন চট্টোপাধ্যায়ের সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এখন 'বৈশাখী শোভন চ্যাটার্জি' ৷

গতকাল রাতে হঠাৎ বৈশাখীর ফেসবুক অ্যাকাউন্টের নাম বদলে ‘বৈশাখী শোভন ব্যানার্জি’ হয়ে যায় ৷ ফেসবুকে নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছিলেন ‘বন্ধু’ শোভনের নাম ৷ প্রোফাইল পিকচার বদলে দুজনের হাসিমুখের একটি ছবি জুড়ে দেন ৷ মাাঝরাতে বৈশাখীর ফেসবুক অ্যাকাউন্টের এই পরিবর্তন নিয়ে দিনভর সোশাল মিডিয়ায় চর্চা চলেছে ৷ রং মিলিয়ে পোশাক পরা, বৈশাখীর জন্য বিজেপি ত্যাগ করা, বৈশাখীকে পাশে বসিয়ে স্ত্রী রত্নাকে ব্যাভিচারী বলা ইত্যাদি ইত্যাদি কারণ নিয়ে সবসময় শিরোনামে থাকে এই জুটি ৷

বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে শুধু তাঁর মনেই স্থান দেননি ৷ বৈশাখীকে নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ৷ এমনই জানিয়ে দিলেন কলকাতার প্রাক্তন মেয়র ৷ নিজের সমস্ত সম্পত্তি বৈশাখীর নামে উইল করে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন ৷ তবে তাঁর অবর্তমানে নয় ৷ এখন থেকেই শোভনের সবকিছুর অধিকারী বৈশাখী ৷ ফ্ল্যাট নিয়ে বিতর্কের মাঝেই রীতিমতো বোমা ফাটালেন কলকাতার প্রাক্তন মেয়র ৷ জানিয়ে দেন সমস্ত সম্পত্তি বান্ধবী বৈশাখীকে দান করেছেন ৷ দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য বৈশাখীকে এই উপহার দিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "আমার স্থাবর-অস্থাবর সম্পত্তির পাওয়ার অব অ্যাটর্নির বৈশাখীকে দিয়েছি ৷ এখন থেকেই আমার সবকিছু অধিকারী বৈশাখী !"

আরও পড়ুন : Sovan-Baishakhi : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর

বৈশাখীর ফেসবুকে যেমন এখন শুধুই শোভন ৷ শোভনের সবকিছুতেই এখন বৈশাখীর অধিকার ৷ কারও কথার তোয়াক্কা না করেই অনেকদিন আগে থেকেই দুজন এক ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন ৷ সিবিআইয়ের আধিকারিকরা যখন শোভনকে তুলে নিয়ে যায় তখন ফ্ল্যাটেই ছিলেন বৈশাখী ৷ শোভনের স্বাস্থ্যের কথা ভেবে জেলের দরজা ধরে বৈশাখীর হাপুস নয়নে কান্না দেখেছে গোটা বাংলা ৷ কিছুদিন আগে পর্যন্ত রোজ নিয়ম করে শোভনবাবুর স্বাস্থ্যের আপডেট দেন ৷ এসব পর্যন্ত ঠিকই ছিল ৷ কিন্তু আজকের ঘটনায় একেবারে হতবাক নেটিজেনরা ৷ বান্ধবীকে একেবারে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা দিয়ে বসলেন শোভন ৷

শোভনের মন জুড়ে অনেকদিন ধরেই বৈশাখীর বাস ৷ এবার সম্পত্তিতেও জাঁকিয়ে বসলেন ৷ নেটিজেনরা বলছে, কিছুই তো বাকি রইল না ৷ শুভ কাজটাও দ্রুত সেরে ফেলুন ৷ শোভনও বলেছেন, সম্পর্ককে মর্যাদা দিতেই তাঁর এই পদক্ষেপ ৷ বৈশাখীও সোশ্যাল মিডিয়ায় নতুন জীবন শুরুর ইঙ্গিত দিয়েছেন ৷ ফলে শোভন-বৈশাখী এপিসোডে যে আরও চমক অপেক্ষা করছে তা ধরে নেওয়াই যায় ৷

Last Updated : Jun 16, 2021, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details